সীতাকুণ্ডে কর্মী সম্মেলন অনুষ্ঠিত

মোঃ জয়নাল আবেদীন:

চট্টগ্রামের সীতাকুণ্ডে কর্মী ও সহযোগী সদস্য সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

২৭ সেপ্টেম্বর (২০২৪) শুক্রবার বিকাল চারটায় পৌরসভার ৭ নং ওয়ার্ডের আমিরাবাদ এলাকায় আজগর আলী জামে মসজিদ প্রাঙ্গণে কর্মী ও সহযোগী সম্মেলন অনুষ্ঠিত হয়।

শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল মোঃ মোতালেব’র সঞ্চালনায় ও পৌর আমির হাফেজ আলী আকবরের সভাপতিত্বে কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জামায়াত ইসলামী চট্টগ্রাম মহানগরীর সাংগঠনিক সম্পাদক শামসুজ্জামান হেলালি, বিশেষ অতিথি ছিলেন উপজেলা জামায়াতের আমীর মাওলানা মিজানুর রহমান,সাবেক আমির মাওলানা তাওহীদুল হক, সাবেক পৌর আমির ও শিল্প বাণিজ্য বিভাগের উপজেলা সভাপতি শামসুল হুদা, ৭ নং ওয়ার্ডের সভাপতি আলাউদ্দিন সোহেল,পৌর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাহমুদুল করিম, এডভোকেট আশরাফুল রহমান সহ অন্যান্য নেতৃবৃন্দ।

সম্মেলনে বক্তারা বলেন, দীর্ঘ অপেক্ষার পর আমরা জালিম থেকে রক্ষা পেয়েছি।এই বিজয় কোনভাবেই নস্যাৎ করতে দেয়া যাবেনা।ছাত্র-জনতার মাধ্যমে স্বৈরাচারের পতন হয়েছে।আর সাবেক অবৈধ সরকার হাসিনাকে দেশে এনে বিচার করতে হবে।আমাদের যে সকল ভাই/বোন আন্দোলনে নিহত হয়েছেন তাদের আত্মার মাগফেরাত কামনা করছি এবং আহতদের সুস্থতা কামনা করছি।যাদের ত্যাগের মাধ্যমে আমরা নতুন করে স্বাধীনতার স্বাদ পেয়েছি।এই দেশে কোন জালেমের ঠাই হবেনা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top