চট্টগ্রামের সীতাকুণ্ডে প্রথম দিনে অর্ধ লাখ মানুষ গণটিকা পেয়েছে। যদিও স্বাস্থ্যবিভাগের লক্ষ্যমাত্রা ছিল মাত্র ১৮ হাজার।
উপজেলার ১০টি ইউনিয়নের কেন্দ্রে কেন্দ্রে ছিল টিকা গ্রহীতাদের উপচে পড়া ভিড়। সকাল থেকে লাইনে দাঁড়িয়ে টিকা নিয়েছেন নানা বয়সী নারী-পুরুষ ও বয়োবৃদ্ধরা।
উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা নুর উদ্দিন রাশেদ জানান, উপজেলার ১০ ইউনিয়নে ১০টি কেন্দ্রের মাধ্যমে ১৮ হাজার মানুষকে টিকা দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছিল। সেই হিসেবে কেন্দ্র সমূহে টিকা সরবরাহ করা হয়। তবে সকাল থেকে কেন্দ্রগুলাতে মানুষের দীর্ঘ সারি দেখা যায়। তাই কেন্দ্রের দায়িত্বে থাকা স্থানীয় চেয়ারম্যানদেরও চাহিদা অনুযায়ী সবকটি কেন্দ্রে অতিরিক্ত টিকা সরবরাহ করা হয়। সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত চলমান টিকা প্রদানের প্রথমদিন ৫০ হাজারের অধিক মানুষকে টিকা দেওয়া হয়েছে। এ কার্যক্রম আরো দুদিন চলমান থাকবে।