জয়নাল আবেদীন সীতাকুণ্ড প্রতিনিধি:চট্টগ্রামের সীতাকুণ্ডে ২৮৭৫ পিস ইয়াবাসহ ৩ জন ইয়াবা পাচারকারীকে আটক করেছে সীতাকুণ্ড মডেল থানা পুলিশ।
এসময় পাচার কাজে ব্যবহৃত একটি প্রাইভেট কার জব্দ করা হয়।
গত ১৫ সেপ্টেম্বর মঙ্গলবার সীতাকুণ্ড পৌরসভাধীন কাঁচাবাজার সংলগ্ন পুরাতন মহাসড়কে আনুমানিক সন্ধ্যা সাড়ে ৬ টার সময় এস আই ইলিয়াস মাহমুদ সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে প্রাইভেট কার জব্দ ও ইয়াবা পাচারকারীদের আটক করেন।
আটককৃত আসামীরা হলেন, টাঙ্গাইল জেলার ঘাটাল থানাধীন চর পাকুটিয়া গ্রামের মোঃ আবু তাহেরের পুত্র মোঃ শিহাব (৩১), ব্রাক্ষণবাড়িয়া জেলার সরাইল থানার শাহবাজপুর এলাকার মৃত ফিরোজ মিয়ার পুত্র মোঃ ফরহাদ মিয়া (৩০), বরিশাল জেলার কোতোয়ালি থানাধীন কাশিপুর গ্রামের মোঃ আব্দুল করিমের পুত্র মোঃ সেলিম (২৫)
এই বিষয়ে সীতাকুণ্ড মডেল থানার পরিদর্শক (ওসি তদন্ত) সুমন বণিক জানান, আটককৃত আসামীদের কাছ থেকে ২৮৭৫ পিস ইয়াবাসহ একটি প্রাইভেট কার জব্দ করা হয়েছে। আসামীদের বিরুদ্ধে সীতাকুণ্ড মডেল থানায় মামলা নং ২৩, তাং ১৫ সেপ্টেম্বর ধারা ২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১)এর টেবিলের ১০(খ)/৩৮/৪১ মূলে গ্রেফতারকৃত দেখিয়ে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানান তিনি।