সীতাকুণ্ড বার্তা প্রতিনিধি
খেলাধুলা ডেস্ক
প্রকাশিত: ১৮/০৯/২০২৪
সিজনের প্রথম চ্যাম্পিয়ন্স লীগ ম্যাচে বার্নাব্যুতে রিয়ালের কষ্টের্জিত জয়।পুরো ম্যাচে পুঁচকে স্টুর্টগার্ড বার্নাব্যুতে যে সাহসী পারফর্ম করেছে অবশ্যই তারা প্রশংসার দাবিদার। কর্তোয়ার অতিমানবীয় কিছু সেইভ না দিলে ম্যাচটা হয়তো ঘরের মাঠে মাদ্রীদকে হারতেই হতো। মিলিতাওয়ের ইনজুরি সন্দেহ থাকায় কোচ তাকে নিয়ে কোনো রিস্ক নিতে চায়নি। তাই কার্ভাকে সিবি খেলায় আর ভাসকেজকে রাইট ব্যাক। কিন্তু এই জায়গাটতেই মাদ্রীদ বারবার ডেন্জার জোনে পড়ে যাচ্ছিলো আর ডিফেন্স এ ভয় দেখাচ্ছিলো স্টুর্টগার্ড। অনেকদিন পর চুয়ামিনি ও জুড ফিরেছে। তাই তাদের রিদমে ফিরতে একটু সময় লাগবে। মাদ্রীদের উইক জোন হচ্ছে বর্তমানে মিডটা। বিশেষ করে টনি ক্রুসের ব্যাকআপটা পাচ্ছেনা। টনি ক্রুসের রুলটা প্লে করার মতো কেউ নেই।
ভালবার্দে, চুয়ামিনি তারা ডার্টিওয়ার্ক ও ফিজিক্যালিটি এনে দিবে ক্রিয়েটিভিটি দিবেনা এতটা। তাই যত দ্রত এর সলভ আসবে ততই মাদ্রীদের জন্য মঙ্গল। রদ্রীগো বুঝিয়ে দিয়েছে কেন তাকে রিয়াল মাদ্রিদ চায়। টপনচ পারফর্ম করেছে। প্রথম গোলের এসিস্ট টা অসাধারণ ছিল। এমবাপ্পে গোল করেছে কিন্তু তার আরও কাজ করতে হবে। এত তাড়াতাড়ি নতুন রুলে সে সেট হতে পাড়ছেনা। আর এন্ড্রিককে নিয়ে না বললেই না লাইফের প্রথম ইউসিএলের ম্যাচে অভিষেক হলো তার আর শেষ মিনিটে কি গোলটাইনা করলো। একা বলটাকে ক্যারি করে নিয়ে গিয়েছে তারপর ডি-বক্সের বাইরে থেকে জুড়ালো শুটে জ্বালে বল জড়ায়। যেকোনো সিজনের প্রথম দিকে মাদ্রীদকে বরাবরই মোটামুটি সট্রগল করতে দেখা যায় এটা নতুন কিছু না। গত সিজনে প্রথম দিকে খেলার মানের বিষয় টা ছিলো কিন্তু রেজাল্ট চলে আসছিলো বলে বিষয়টা এতটা নজরে আসেনি।এি সিজনে বিষয় টা লক্ষ্য হওয়ার কারন তারা বর্তমান উচল জয়ী টিম, তার উপর গ্যালাকটিকো সেট করেছে। ওয়ার্ল্ডের বেস্ট কয়েকজন খেলোয়াড় তাদের দলে। তাই তাদের উপর প্রেসার এক্সপেকটেশন ও হাই।যেটা গত সিজনে ছিলনা। কিন্তু তাদের কে সময় দিতে হবে। কারন অনেক কিছুই নতুন হয়েছে। খেলোয়াড়দের রুল চেইন্জ হয়ে গিয়েছে তাদেরকে খাপখাওয়াতে সময় দিতে হবে। মাদ্রীদ ফ্যানদের এখনেই হতাশ হলে চলবেনা।