শনিবার বিএসবিআরএ এর ডাকা মানববন্ধন স্থগিত

সীতাকুণ্ড প্রতিনিধি: সীতাকুণ্ডে সীমা অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণের ঘটনার মামলায় সীমা গ্রুপের চেয়ারম্যান পারভেজ হোসেন সান্টুকে গ্রেপ্তারের পর তাকে হ্যান্ডকাপ পরিয়ে এবং কোমরে রশি পেঁচিয়ে মর্যাদাহানিকর ও অপমানজনক অবস্থায় আদালতে হাজির করার প্রতিবাদে বাংলাদেশ শিপ ব্রেকার্স অ্যান্ড রিসাইক্লার্স অ্যাসোসিয়েশন (বিএসবিআরএ) এর ডাকা শনিবার (১৮ মার্চ) সকালে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে মানববন্ধন আয়োজন স্থগিত করা হয়েছে।

চট্টগ্রাম জেলা প্রশাসকের অনুরোধে মানববন্ধন স্থগিত করা হয়।

শুক্রবার রাত সাড়ে ৭টায় চট্টগ্রাম সার্কেট হাউসে বাংলাদেশ শিপ ব্রেকার্স অ্যান্ড রিসাইক্লার্স অ্যাসোসিয়েশন (বিএসবিআরএ) এর নেতৃবৃন্দের সাথে জেলা প্রশাসক আবুল বাশার মোহাম্মদ ফকরুজ্জামান এর সাথে বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়া অনির্দিষ্টকালের জন্যে ডাকা সীতাকুণ্ডের সব অক্সিজেন প্লান্ট ধর্মঘটও প্রত্যাহার করা হয়।

বৈঠক শেষে ডিসি আবুল বাশার মোহাম্মদ ফকরুজ্জামান সাংবাদিকদের জানান, সীমা গ্রুপের পরিচালকের সাথে যা হয়েছে তা অবশ্যই নিন্দনীয়। এ ঘটনা ভবিষ্যতের যাতে আর কোন শিল্প মালিকের সাথে না ঘটে সে ব্যাপারে সজাগ দৃষ্টি থাকবে।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পুলিশ সুপার এস এম সফিউল্লাহ; শিল্প পুলিশের এসপি মোহাম্মদ সোলায়মান; অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মাসুদ কামাল; অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাকিব হাসান; উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহাদাত হোসেন; সহকারী কমিশনার (ভূমি) মো: আশরাফুল আলমসহ বাংলাদেশ শিপ ব্রেকার্স অ্যান্ড রিসাইক্লার্স অ্যাসোসিয়েশন (বিএসবিআরএ) এর নেতৃবৃন্দ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top