আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত : ১৯ সেপ্টেম্বর ২০২৪
লেবাননে বিস্ফোরিত ওয়াকিটকি এক দশক আগে উৎপাদন বন্ধ করে দেয় জাপান। গতকাল বুধবার (১৮ সেপ্টেম্বর) লেবাননে ওয়াকিটকি বিস্ফোরণে ২০ জন নিহত এবং ৪৫০ জন আহত হয়েছেন। এ যন্ত্রটি দেশটির সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ’র সদস্যরা ব্যবহার করত।
বিস্ফোরণের পরে ছড়িয়ে পড়া ছবি এবং ভিডিওতে দেখা যাচ্ছে আইসি-ভি৮২ ট্রান্সআইভার মডেলের ওয়াকিটকিগুলো জাপানের ওসাকা ভিত্তিক টেলিকমিউনিকেশস প্রতিষ্ঠান আইকম উৎপাদন করেছে।
তবে আইকম বলেছে, তারা এটি ১০ বছর ধরে উৎপাদন এবং রপ্তানি করছে না। এমনকি এটি পরিচালনায় তাদের ব্যাটারিও দরকার হচ্ছে না।
চলতি সপ্তাহে লেবাননে বিস্ফোরণের ঘটনায় এশিয়ার দ্বিতীয় কোনো কোম্পানির উৎপাদিত ডিভাইস যুক্ত হলো। এর আগে তাইওয়ানের প্রতিষ্ঠান গোল্ড অ্যাপোলোর তৈরি পেজার বিস্ফোরণে দেশটিতে ১২ জন নিহত এবং ২ হাজারের বেশি মানুষ আহত হয়।
ঘটনার পরই গোল্ড অ্যাপোলোর প্রতিষ্ঠাতা এইচএসইউ চিং হুয়াং বলেন, পেজার বিস্ফোরণের ঘটনায় তার প্রতিষ্ঠানের কোনো দায় নেই। তিনি আরও বলেন, হ্যাঙ্গেরির বিএসি কনসাল্টিং কোম্পানিকে তার প্রতিষ্ঠান থেকে একটি ট্রেড মার্ক লাইসেন্স দেয়া হয়েছিল।
আইকম বিবিসিকে বলেছে, লেবাননে দুই মুখী রেডিও ডিভাইসের বিস্ফোরণের ঘটনাটি সম্পর্কে তারা জেনেছে এবং এ নিয়ে তারা তদন্ত করবে।
আইসি-ভি৮২ মডেলের ওয়াকিটকিগুলো ২০০৪ সাল থেকে ২০১৪ সালের অক্টোবর পর্যন্ত উৎপাদন করেছে আইকম এবং এগুলো মধ্যপ্রাচ্যে রপ্তানি করা হয়েছে।