বান্দরবানের #রোয়াংছড়ি-#রুমা সীমান্তের #ফালংক্ষ্যং এলাকায় দুই গ্রুপের গোলাগুলিতে নিহত ৪ জনের লাশ উদ্ধার করেছে সেনাবাহিনী ও পুলিশ।
রোববার (৬ মার্চ) বিকেল ৪টার দিকে #সাঙ্গু নদীর তীর থেকে লাশগুলো উদ্ধার করা হয়।
এর আগে শনিবার (৫ মার্চ) সন্ধ্যায় দুই গ্রুপের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। নিহতদের সবাই স্থানীয় সন্ত্রাসী গ্রুপ মগ ন্যাশনাল লিবারেশন পার্টি (এমএনএলপি) সদস্য বলে ধারণা করছে স্থানীয়রা। বান্দরবানের #পুলিশ সুপার জেরিন আখতার বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় বাসিন্দারা জানায়, সাঙ্গু নদীর তীরে ৪ জনের লাশ পড়ে থাকতে দেখে তারা প্রশাসনকে জানায়। রোববার সকালে #সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়। বিকেলে তারা ঘটনাস্থলে পৌঁছায়। এ সময় জলপাই রঙয়ের সামরিক পোশাক পরিহিত নিহত সন্ত্রাসীদের লাশ উদ্ধার করে তারা।
নিহতদের লাশ নৌপথে বান্দরবান সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য নিয়ে আসা হচ্ছে বলে জানা গেছে।