রাসুল আদর্শের শাসন আমাদের একমাত্র মুক্তির পথ: মাওলানা মিজানুর রহমান

মোঃ জয়নাল আবেদীন:

দেশের মানুষ জামায়াতের দিকে তাকিয়ে আছে।সনাতন ধর্মাবলম্বীরা আমাদের কাছে কতটা নিরাপদ সেটা বার বার প্রমানিত হয়েছে।আমরা দুই দলের শাসন দেখেছি কিন্তু জামায়াতের শাসন দেখিনি।তবে আমরা তিনটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় পরিচালনা করেছি।সেসময়ের তত্ত্বাবধায়ক সরকার কোন দুর্নীতি বাতি দিয়ে খুঁজে পায়নি। সুতরাং এতেই বুঝা যায় জামায়াতের শাসন কেমন হতে পারে।কোরআন-হাদিস ও রাসুলের আদর্শের শাসনই হতে পারে একমাত্র মুক্তির পথ।তাই দেরি না করে আসুন প্রতিটি ঘরে ঘরে কুরআন-হাদীসের দাওয়াত পৌঁছে দেয়।

৬ সেপ্টেম্বর শুক্রবার রাত সাড়ে আটটায় পৌরসভার শেখ নগরের ৪ নম্বর ওয়ার্ডের একটি কমিউনিটি সেন্টারে জামায়াতে ইসলামীর উদে ্যাগে কর্মী এবং সহযোগী সম্মেলনে এসব কথা বলেন সীতাকুণ্ড উপজেলা জামায়াতের আমীর মাওলানা মিজানুর রহমান।

পৌর জামায়াতের আমীর হাফেজ আলী আকবরের সভাপতিত্বে ও পৌরসভা যুব বিভাগের সেক্রেটারি পেয়ার আহমেদ পেয়ারুর সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা আমীর মাওলানা মিজানুর রহমান। এতে বিশেষ অতিথি ছিলেন, পৌরসভা জামায়াতের সেক্রেটারি গিয়াস উদ্দিন পারভেজ, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাহমুদুল করিম, ১ নম্বর ওয়ার্ডের সভাপতি আরিফ হোসেন জনি, ২ নম্বর ওয়ার্ডের সভাপতি মোহাম্মদ মামুন ও ৫ নম্বর ওয়ার্ডের সভাপতি মাহমুদুর রহমান জুয়েল, জামায়াত নেতা এনামুল হক এনাম, আশ্রাফুর রহমানসহ অন্যান্যরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top