খাবার গিলতে না পারা শিশুর একটি জটিল সমস্যা। মূলত মস্তিষ্কের ভারস্যাম্য বজায় না থাকার কারণে এ ধরণের সমস্যা হয়ে থাকে। শিশুর মস্তিষ্কের ভারসাম্যহীনতাকে চিকিৎসকদের ভাষায় বলে ‘সেরিব্রাল পলিসি’ বলে। এক্ষেত্রে খাবার গিলতে না পারা শিশুকে বিকল্প উপায়ে খাওয়ানো হয়। তবে এমন পদ্ধতিতে সাময়িক উপকার হলেও স্থায়ী সমস্যা দেখা দেয়। অর্থাৎ একটি জটিল সমস্যার মোকাবেলা করতে গিয়ে আরেকটি জটিল সমস্যা বাঁধিয়ে ফেলার মত অবস্থা।
এমন সমস্যা থেকে মুক্তি দিতে চিকিৎসকরা বলছেন, ‘মিকি বাটন’-এর কথা। শিশু বিশেষজ্ঞরা বলেন, মিকি বাটন হল ছোট্ট একটি ডিভাইস। এটি শিশুর পেটের চামড়ার সঙ্গে লেগে থাকে, যা সরাসরি পাকস্থলীল সঙ্গে যুক্ত থাকে। এটি নিয়ে হাঁটাচলা করতে এমনকি গোসল করতেও কোনো অসুবিধা হয় না। ল্যাপারোস্কপির মাধ্যমে একবার এটি বসিয়ে নিলে এর মধ্য দিয়েই অর্ধতরল-তরল সব ধরণের খাবার সরাসরি পাকস্থলীতের পৌঁছে দেয়া সম্ভব।
মিকি বাটন দেখতে টিউবের মত। টিউবের ঢাকনা খোলা খুবই সহজ। টিউব বন্ধ করতেও কোনো ঝামেলা নেই। প্রতি পনের দিনে একবার পুরনো রাইলস টিউব ফেলে নতুন রাইলস টিউব লাগাতে হয়। আর একটি মিকি বাটন সর্বোচ্ছ ৬ মাস পর্যন্ত ব্যবহার করা যায়। এমনকি এটি বড়রাও ব্যবহার করতে পারে।