মানবিক সাহায্যের জন্য আবেদন

সীতাকুণ্ডের কৃতি সন্তান “প্রিয়তম নন্দী” বর্তমানে ব্যাঙ্গালোরে সেন্ট জন্স মেডিকেলে থাইরোয়েড রোগে ১৫/১৬ দিন যাবত চিকিৎসাধীন অবস্থায় আছে। অপারেশন হওয়ার পর তাকে VIP ICU তে রাখা হয় যার প্রতিদিন খরচ ৫৫০০০ টাকা।

এই পর্যন্ত তার পরিবার হতে প্রায় ১৩/১৪ লাখ টাকা খরচ হয়ে যায়। কিন্তু বর্তমানে তার পরিবারের পক্ষে আর সম্ভব হচ্ছে না এই খরচ বহন করা। প্রতিদিন ICU ভাড়া আর ওষুধ খরচ মিলে প্রায় ৮০/৯০ হাজার টাকা।

এমতাবস্থায় তার পরিবার সকলের কাছে সাহায্যের জন্য হাত বাড়িয়েছেন। আপনাদের সকলের ক্ষুদ্র ক্ষুদ্র দানে ভাইটির জীবন বেঁচে জেতে পারে,,

তাই সকলের কাছে আমাদের বিনীত অনুরোধ, আপনারা যে যা পারেন আপনাদের সাধ্যমত আর্থিক সাহায্য করে তাকে বাঁচিয়ে তুলুন।

সে বাচঁতে চায়,সুন্দর পৃথিবীর আলো নিতে চাই,আপনার আর আমার মত প্রিয় মানুষের সাথে থাকতে চাই ,, তার পরিবারের বুকে ফিরে আসতে চায়।

তাই আসুন আমরা সবাই মিলে সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে প্রিয়তমকে তার পরিবারের কাছে সুস্থ ভাবে ফিরিয়ে দেয়ার চেষ্টা করি।

প্রয়োজনে যোগাযোগ নাম্বারঃ-
প্রিয়তমের বাবা- 01829379694
প্রিয়তমের ছোট ভাই- 01799495240
বিকাশ নাম্বার 01813210770

Written by Hossain

Leave a comment