সীতাকুণ্ড প্রতিনিধি
দেশের একমাত্র ট্যাবলয়েড দৈনিক মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরীর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবীতে প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ করেছে সীতাকুণ্ড প্রেসক্লাবের সাংবাদিকরা।
সীতাকুণ্ড প্রেসক্লাবে কর্মরত সাংবাদিকদের আয়োজনে প্রতিবাদ সমাবেশে সঞ্চালনা করেন দৈনিক মানবজমিন পত্রিকার সীতাকুণ্ড প্রতিনিধি ও সীতাকুণ্ড প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক আবদুল্লাহ আল ফারুক। উক্ত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন সীতাকুণ্ড প্রেসক্লাবের সভাপতি সৌমিত্র চক্রবর্তী(কালের কণ্ঠ),সাধারণ সম্পাদক লিটন কুমার চৌধুরী(দৈনিক আজাদী), সহ-সভাপতি জহিরুল ইসলাম, সাবেক সভাপতি এম.হেদায়েত (দৈনিক কর্ণফুলি), সহ সাধারণ সম্পাদক নাছির উদ্দিন অনিক (সুপ্রভাত),তালুকদার নির্দেশ বড়ুয়া (ইনফো বাংলা),মোঃ জাহাঙ্গীর আলম (সংগ্রাম), জাহেদুল আনোয়ার চৌধুরী(পূর্বদেশ ও জনকণ্ঠ), মোঃ নজরুল ইসলাম (নয়া দিগন্ত),অশোক দাশ (ঢাকা টাইমস),সঞ্জয় চৌধুরীসহ (রেডিও সাগরগীরি) প্রমূখ।
আলোচনা সভায় বক্তারা বিশিষ্ট সাংবাদিক মতিউর রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়রের তীব্র নিন্দা জানান এবং তা অবিলম্বে প্রত্যাহারের দাবি জানান।
এসময় বক্তারা বলেন,সাংবাদিকদের স্বার্থ রক্ষার্থে ঐক্যবদ্ধ ভূমিকার বিকল্প নেই। সাংবাদিকরা সমাজের আয়না।সমাজে ঘটে যাওয়া যেকোন অন্যায় ও অনিয়ম সাংবাদিকরাই লিখবে।দেশ ও জাতির কল্যাণে যারা নিরন্তর ভূমিকা রাখে তাদের বিরুদ্ধে মামলা দুঃখজনক।যেকেউ চাইলে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা করতে পারবে না।সভায় বক্তারা সাংবাদিকদের বিরুদ্ধে যেকোনো ষড়যন্ত্র রুখে দিতে ঐক্যবদ্ধভাবে থেকে প্রত্যেক সাংবাদিকের সামনে এগিয়ে আসার আহ্বান জানান।এসময় বক্তারা কুড়িগ্রামের সাংবাদিক নির্যাতনেরও তীব্র নিন্দা জানান।