স্পোর্টস ডেস্ক
প্রকাশিত : ১৯:৫২, ২০ সেপ্টেম্বর ২০২৪
উজবেকিস্তানে বসেছে ফিফা ফুটসাল বিশ্বকাপের দশম আসর। ২৪ দলের অংশগ্রহণে জমজমাট আসর শুরু হয়েছে টুর্নামেন্টটির। এখন চলছে গ্রুপ পর্বের খেলা। লাতিনের শক্তিশালী দেশ ব্রাজিলও এবারের আসরে অংশ নিয়েছে। তারা গ্রুপ বি থেকে আসরে অংশগ্রহণ করছে। নিজেদের প্রথম ম্যাচে কিউবার বিপক্ষে ১০ গোলে জয়ের পর দ্বিতীয় ম্যাচে শক্তিশালী ক্রোয়েশিয়ার বিপক্ষে জয় পেয়েছে ৮-১ গোলে।
শুক্রবার (২০ সেপ্টেম্বর) গ্রুপ পর্বের তৃতীয় ও শেষ ম্যাচে তারা মুখোমুখি হয়েছে থাইল্যান্ডের। ইতোমধ্যে ম্যাচের প্রথমার্ধ শেষে ৩-১ গোলে এগিয়ে রয়েছে ব্রাজিল।