বিশ্বকাপ বাছাইয়ের জন্য শক্তিশালী দল ঘোষণা ব্রাজিলের

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত : ২৮ সেপ্টেম্বর ২০২৪

বিশ্বকাপ বাছাইয়ের জন্য শক্তিশালী দল ঘোষণা ব্রাজিলের

কাতার বিশ্বকাপের পর থেকেই নিজেদের খুঁজে ফিরছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল ফুটবল দল। সেই সঙ্গে যুক্ত হয়েছে দলের সেরা তারকা নেইমার জুনিয়রকে না পাওয়া। মাঝে মাঝে ভালো সময় উঁকি দিলেও ধারাবাহিকতা দেখাতে পারছে না দলটি। কাতার বিশ্বকাপ থেকে শুরু হওয়া দুঃসময় অব্যাহত ছিল কোপা আমেরিকাতেও। সেই ব্যর্থতার সঙ্গে যুক্ত হয়েছে শেষ বিশ্বকাপ বাছাইয়ে হারের স্বাদ। যেখানে তারা প্যারাগুয়ের বিপক্ষে হেরেছে।

এই হারের ফলে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা লাতিন আমেরিকার বিশ্বকাপ বাছাইয়ের পয়েন্ট তালিকায় বেশ পিছিয়ে রয়েছে। দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইয়ে ৮ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে তারা অবস্থান করছে ৫ নম্বরে। শীর্ষে থাকা চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার চেয়ে ৮ পয়েন্টে পিছিয়ে আছে তারা।

দলের এমন পরিস্থিতিতে সকলেই মনে করছেন সেরা তারকা নেইমার ফিরে আসলে হয়ত সকল দুঃস্বপ্ন কেটে যাবে। তাই তো তাকে না পাওয়া নিয়ে আক্ষেপের কথা বলেন ব্রাজিলের কোচ দারিভাল জুনিয়র। সেলেসাওদের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা চোটের কারণে মাঠের বাইরে আছেন গত বছরের অক্টোবর থেকে। তবে ব্রাজিল সমর্থকদের নেইমারকে মাঠে দেখার প্রত্যাশা সম্ভবত এখনই পূরণ হচ্ছে না। এই মুহূর্তে তিনি ইনজুরি থেকে মুক্ত হতে রয়েছে পুনর্বাসনে।

তাই তো নেইমারের জন্য সবাইকে আরেকটু ধৈর্য ধরতে বলে অক্টোবরের বিশ্বকাপ বাছাইয়ের দুই ম্যাচের জন্য দল ঘোষণা করেছেন কোচ দরিভাল। ক’দিন আগে নেইমারের ক্লাব আল হিলালের কোচ হোর্হে জেসুসও বলেছেন, নেইমার এখনো মাঠে ফেরার জন্য প্রস্তুত নন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top