জয়নাল আবেদীন সীতাকুণ্ড প্রতিনিধি
উত্তর চট্টগ্রামের সীতাকুন্ডে বিদ্যুৎস্পৃষ্টে সেনাবাহিনীর এক সদস্যের মৃত্যু হয়েছে।নিহত সৈনিক মোঃ মোমিন (৪৫)।
জানা যায়, গত ৩ জুলাই শুক্রবার আনুমানিক রাত পৌনে নয়টায় ভাড়া বাসায় বিদ্যুৎ সংস্পর্শে আসলে সেখানে তার মৃত্যু ঘটে। নিহতের বাড়ি ময়মনসিংহ জেলা।নিহত সেনা সদস্য সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের পূর্ব হাসনাবাদ ৪ নং ওয়ার্ড কামাল সাহেবের ভাড়া বাড়িতে থাকেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সীতাকুণ্ড মডেল থানার ওসি ফিরোজ হোসেন মোল্লা।
স্থানীয় ইউপি মেম্বার সাব্বির হোসেন চৌধুরী বলেন, মারা যাওয়া এই সৈনিকের ঘরটিতে সম্ভবত বৈদ্যুতিক সর্ট সার্কিট হয়েছিল। একারণে তিনি কোন জায়গায় স্পর্শ করা মাত্রই বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মারা যান বলে আমরা ধারণা করছি।