চট্টগ্রাম নগরের বাকলিয়াতে ভেজাল ও নিম্নমানের বিষাক্ত ফ্লেভার,পাম ওয়েল- ডালডার সংমিশ্রণে অস্বাস্থ্যকর পরিবেশে দুধের কোন উপাদান ছাড়াই ঘি তৈরির অভিযোগে একজনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯ টায় বাকলিয়া থানার চাকতাই এলাকার একটি বিল্ডিংয়ের নিচ তলার গোডাউনের ভেতর থেকে তাকে আটক করা হয়।
আটক মো. সাজ্জাদ (২৪) পটিয়ার জিরি গ্রামের মৃত ইউনুছ মিয়ার ছেলে ও বাকলিয়ার রাজাখালী রোডের গফুর ভিলার বাসিন্দা।
বিষয়টি নিশ্চিত করে র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার বলেন, বাকলিয়ার চাকতাই এলাকার একটি গোডাউনের ভেতরে বিক্রয়ের উদ্দেশ্য ভেজাল ও নিম্নমানের ঘি তৈরি করার অভিযোগে একজনকে আটক করা হয়। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে