বাংলাদেশ হোয়াইটওয়াশ করে উঠে চারে, হোয়াইটওয়াশ হয়ে নামল সাতে

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত :  ০১ অক্টোবর ২০২৪

বাংলাদেশ হোয়াইটওয়াশ করে উঠে চারে, হোয়াইটওয়াশ হয়ে নামল সাতে

এক মাসের মধ্যে মুদ্রার এপিঠ-ওপিঠ দেখে ফেলল বাংলাদেশ ক্রিকেট দল। সেপ্টেম্বরের শুরুতে যেমন তার ছিল টেবিলের উপরে। তেমনি অক্টোবরের শুরুতেই আবার তাদের স্থান হলো তলানিতে। গত মাসে ঘরের মাঠে পাকিস্তানকে দুই ম্যাচের টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ করেছিল শান্ত-মিরাজ-সাকিবরা। এক মাসের মধ্যে তারা আবার ভারতে গিয়ে একই ব্যবধানে হোয়াইটওয়াশ হলো।

মঙ্গলবার (১ অক্টোবর) কানপুর টেস্টের শেষ দিনে অসহায় আত্মসমর্পণ করে টাইগাররা। চেন্নাইর পর কানপুরের হারে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ২০২৩-২৫ চক্রের পয়েন্ট তালিকার সাতে নেমে গেছে নাজমুল হোসেনের দল।

চলতি মাসে আবার ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে বাংলাদেশ দল। কানপুরে আজ ভারতের কাছে বাংলাদেশ হেরে যাওয়ার পর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ পয়েন্ট তালিকার পাঁচে উঠে এসেছে প্রোটিয়ার। অর্থাৎ বাংলাদেশের চেয়ে দুই ধাপ এগিয়ে থেকে আগামী ১৬ অক্টোবর ঢাকায় পা রাখবে টেম্বা বাভুমার দল।

আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের হিসাব পয়েন্ট দিয়ে নয়; পয়েন্টের শতকরা হার দিয়ে নির্ধারিত হয়। সাতে নেমে যাওয়া বাংলাদেশের শতকরা পয়েন্ট এখন ৩৪.৩৮, পাঁচে উঠে আসা দক্ষিণ আফ্রিকার ৩৮.৮৯। ২০২৩-২৫ চক্রে মোট ১২ ম্যাচ খেলবে বাংলাদেশ। ৮টি এরই মধ্যে খেলে ফেলেছে। জিতেছে ৩টি, হেরেছে ৫টি। বাকি ৪ ম্যাচের দুটি অক্টোবর-নভেম্বরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে, শেষ দুটি নভেম্বর-ডিসেম্বর ওয়েস্ট ইন্ডিজ সফরে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top