ঘরের মাঠে ইতিহাস গড়ে বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডকে হারিয়ে টি-২০ সিরিজ নিজেদের করে নিয়েছে বাংলাদেশ। এতে ইংলিশদের বিপক্ষে যেকোনো ফরম্যাটে প্রথমবারের মতো কোনো সিরিজ জয়ের কীর্তি গড়েছে টাইগাররা। সিরিজের এখনও এক ম্যাচ বাকি। সেটি নিয়মরক্ষার ম্যাচ হলেও বাংলাদেশের সামনে থাকছে আরেক ইতিহাস গড়ার হাতছানি।
অন্যদিকে সফরকারী বিশ্বচ্যাম্পিয়নরা চাইবে অন্তত শেষ ম্যাচ জিতে সান্ত্বনা খুঁজে নিতে। তবে ম্যাচের ফলাফল কি হচ্ছে তা জানতে চোখ রাখতে হবে খেলার শেষ পর্যন্ত।
মঙ্গলবার (১৪ মার্চ) মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি মাঠে গড়াবে দুপুর তিনটায়। খেলাটি দেখা যাবে টি স্পোর্টস ও জি টিভিতে।
বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের বিপক্ষে চলমান সিরিজে টাইগার অধিনায়ক সাকিব ও কোচ হাথুরুসিংহে মিলে তারুণ্যের সমন্বয়ে যে দল গড়লেন, তাতে থ্রি লায়ন্সদের হারিয়ে রীতিমত ইতিহাস গড়েছে।
সিরিজের প্রথম ম্যাচে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দাপুটে জয় পায় সাকিবরা। দ্বিতীয় ম্যাচ শেষে মিরপুরে পেসার তাসকিন আহমেদও জানিয়েছিলেন শেষ ম্যাচ জিততে চান। তাই আজ জয় ছাড়া অন্যকিছু ভাবছে না কেউই।
এদিকে দ্বিতীয় টি-টোয়েন্টিতে শামীম হোসেনের পরিবর্তে মিরাজকে খেলিয়েছিল টিম ম্যানেজমেন্ট। ক্যারিয়ার সেরা বোলিং করে হয়েছেন ম্যাচসেরা।
আজ সিরিজ জয়ের পর শেষ ম্যাচেও দলে আসতে পারে পরিবর্তন। সুযোগ দেওয়া হতে পারে তানভীর আহমেদকে। তাকে জায়গা দিতে বিশ্রামে যেতে পারেন নাসুম আহমেদ। পেস আক্রমণেও আছে বদলের সম্ভাবনা। হাসান মাহমুদকে বিশ্রামে রেখে খেলানো হতে পারে নুরুল হাসান সোহানকে।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ: লিটন দাস, রনি তালুকদার, নাজমুল হোসেন শান্ত, তৌহিদ হৃদয়, সাকিব আল হাসান (অধিনায়ক), নুরুল হাসান সোহান, তানভীর আহমেদ, মেহেদী হাসান মিরাজ, আফিফ হোসেন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান।