প্রকাশিত : ২৫ আগস্ট ২০২৪

বন্যায় কোন জেলায় কত মৃত্যু?

বন্যায় ১১ জেলায় ১৮ জনের মৃত্যু হয়েছে।

ভারী বৃষ্টি আর উজান থেকে নেমে আসা ঢলে সৃষ্ট ভয়াবহ বন্যায় তলিয়ে গেছে দেশের ১১ জেলা। এতে পানিবন্দি হয়ে পড়েছে ৯ লাখ ৪৪ হাজার ৫৪৮ পরিবার। সেই সঙ্গে আকস্মিক এ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন ৪৯ লাখ ৩৮ হাজার ১৫৯ জন।

এই পরিস্থিতিতে বন্যাকবলিত এলাকায় সেনাবাহিনী, নৌবাহিনী ছাড়াও কোস্ট গার্ড ও বিজিবি জেলা প্রশাসন এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও স্বেচ্ছাসেবীদের সঙ্গে সমন্বয় করে উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছে। তবে এরমধ্যেই নতুন করে শঙ্কার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া সংস্থাটি জানিয়েছে, সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে শনিবার (২৪ আগস্ট) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টায় খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও বিচ্ছিন্নভাবে ভারী বর্ষণ (৪৪-৮৮ মি.মি./২৪ ঘণ্টা) হতে পারে। এর ফলে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধসের সম্ভাবনা রয়েছে বলেও সতর্ক করা হয়েছে।

এদিকে দেশের ছয়টি নদীর ৯ স্টেশনের পানি এখনো বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। একদিন আগেও (শুক্রবার) সাতটি নদীর মোট ১৪টি স্টেশনে পানি বিপৎসীমার ওপরে ছিল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top