প্রকৌশলী আনোয়ার হোসেন’র মৃত্যুতে জেলা ও উপজেলা জামায়াতের শোক

বাংলাদেশ জামায়াতে ইসলামী’ সীতাকুণ্ড উপজেলার বারৈয়াঢালা ইউনিয়নের সেক্রেটারি জামায়াত নেতা ইঞ্জিনিয়ার মোহাম্মদ আনোয়ার হোসাইনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম উত্তর জেলা ও সীতাকুণ্ড উপজেলার নেতৃবৃন্দ। উত্তর জেলার আমীর অধ্যাপক নুরুল আমীন চৌধুরী ও সেক্রেটারি আলাউদ্দিন শিকদার এক যৌথ বিবৃতিতে এ শোক প্রকাশ করেছেন। এছাড়াও শোক প্রকাশ করেছেন চট্টগ্রাম উত্তর জেলার সাংগঠনিক সম্পাদক আনোয়ার ছিদ্দিক চৌধুরীও৷ এদিকে সীতাকুণ্ড উপজেলার আমীর মাওলানা মিজানুর রহমান ও সেক্রেটারি রাশেদুজ্জামান মজুমদার আরেক বিবৃতিতে শোক প্রকাশ করেছেন।

জামায়াত নেতৃবৃন্দ বলেন, আনোয়ার হোসাইনের মত একজন দায়িত্বশীলের মৃত্যুতে চট্টগ্রাম উত্তর জেলা জামায়াত ব্যথিত হয়েছে। আমরা মনে করি, আনোয়ার হোসাইনের মৃত্যুতে চট্টগ্রাম উত্তর জেলা অপূরণীয় ক্ষতির সম্মুখীন হয়েছে। বিশেষ করে ২ নম্বর ইউনিয়নের জনসাধারণের মাঝে ইসলামের দাওয়াত মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে এবং রাষ্ট্র ও সমাজে ইসলামের রাজনৈতিক উত্থানকে সমুন্নত করতে তিনি অসামান্য অবদান রেখে গেছেন৷

জেলা ও উপজেলা জামায়াতে ইসলামীর আমীর ও সেক্রেটারির বিবৃতিতে মরহুমের শোক সন্তপ্ত পরিবার, শুভাকাঙ্ক্ষী ও অনুসারীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন। একইসাথে তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে এবং জান্নাতে তাঁর মর্যাদা বৃদ্ধির দো’আ চাওয়া হয়েছে উভয় বিবৃতিতে।

এর আগে গতকাল বাদে আসর বারৈয়াঢালা ইউনিয়নের পূর্ব ধর্মপুর গ্রামে মরহুমের নামাজে জানাযায় অংশ নেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শূরা সদস্য, চট্টগ্রাম মহানগরীর আমীর সাবেক এমপি শাহজাহান চৌধুরী, চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি ফজলুল করিম, সাংগঠনিক সম্পাদক আনোয়ার ছিদ্দিক চৌধুরী, জেলা শ্রমিক কল্যাণ সভাপতি ইউসুফ বিন আবু বক্কর, চট্টগ্রাম জেলা উত্তর ছাত্রশিবিরের সভাপতি সাজিদ চৌধুরী।

আরও অংশ নেন সীতাকুণ্ড উপজেলা জামায়াতের আমির মিজানুর রহমান, নায়েবে আমির মাওলানা মহিউদ্দিন, সেক্রেটারি রাশেদুজ্জামান মজুমদার, এসিস্ট্যান্ট সেক্রেটারি মু: কুতুবউদ্দিন শিবলী এসিস্ট্যান্ট সেক্রেটারি এড আশরাফুর রহমান, অফিস সম্পাদক আবু হাফস মুহাম্মদ নকিব, সীতাকুণ্ড পৌরসভার আমীর হাফেজ আলী আকবর, ইসলামি ছাত্রশিবির চট্টগ্রাম উত্তর জেলা সাবেক সভাপতিসহ স্থানীয় ইউনিয়ন জামায়াত ও ইসলামী ছাত্রশিবির নেতৃবৃন্দ।

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top