পুরো পশ্চিম তীর দখলের হুমকি নেতানিয়াহুর

পুনরায় নির্বাচিত হলে পুরো পশ্চিম তীর দখল করা হবে বলে ঘোষণা দিয়েছেন দখলবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

তিনি বলেছেন, আগামী নির্বাচনে ক্ষমতায় যেতে পারলে তিনি জর্ডান উপত্যকা এবং অধিকৃত ফিলিস্তিনের পশ্চিম তীর ইসরায়েলের সঙ্গে একীভূত করে নেবেন।

প্রসঙ্গত, আগামী ২ মার্চ ইসরায়েলের জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ওই নির্বাচনে নেতানিয়াহুর দল জিততে পারলে তিনিই আবার ইসরায়েলের প্রধানমন্ত্রী হবেন।

এদিকে, মঙ্গলবার লি কুদ পার্টির নির্বাচনী প্রচার অভিযান শুরুর দিনে নেতানিয়াহু অঙ্গীকার করে বলেন, তিনি ক্ষমতায় যেতে পারলে কোনো রকমের দেরি না করেই জর্দান উপত্যকা এবং জর্দান নদী উত্তরাংশের ওপর ইসরাইলের সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করবেন।

নেতানিয়াহু বলেন, ‘আমরা শুধু কোনো ব্যক্তিকে সমূলে উৎপাটন করব না বরং পশ্চিম তীরের সমস্ত বসতিতে ইসরায়েলের আইন প্রতিষ্ঠা করব।’

এর আগে নেতানিয়াহুর প্রতিদ্বন্দ্বী এবং সাবেক সেনাপ্রধান ব্লু অ্যান্ড হোয়াইট পার্টির প্রধান বেনি গান্তজ বলেছেন, তিনি ক্ষমতায় যেতে পারলে আন্তর্জাতিক সমাজের সঙ্গে সমন্বয় করে জডা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top