নতুন করে দেশ স্বাধীন হলো, আমি চাঁদা দিবো না: ভুক্তভোগী মালিক

মোঃ জয়নাল আবেদীন:

আওয়ামী নেতা  বেলাল হোসেনের আগ্রাসন,ভাঙচুর ও চাঁদাবাজির হাত থেকে রেহাই পেতে সংবাদ সম্মেলন করেছে শপিং মল মালিক মোঃ ইসমাইল হোসেন সেলিম।

আজ ১৬ সেপ্টেম্বর (২০২৪) সোমবার সীতাকুণ্ড প্রেসক্লাব কার্যালয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী মালিক ও তার পুত্র বলেন, দেশ স্বাধীন হয়েছে আমি আর চাঁদা দিবো না।আমার মার্কেটের সবকিছু তছনছ করে দিয়েছে বেলাল। তাকে চাঁদা না দেওয়ায় সে এগুলো করেছে। আমি কেন তাকে চাঁদা দিব। বাজারের মালিক কি বেলাল নাকি? আমার দুই লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি করেছে সে। আমার ও মার্কেটের সুনাম ক্ষুন্ন হয়েছে। ব্যবসায়ীরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। তিনি আরও বলেন, আমি সব দপ্তরে অভিযোগ দিয়েছি।আমার কাছ থেকে নেওয়া চাঁদার দেড় লাখ টাকা ফেরত ও মার্কেট ভাঙচুরের বিচার চাই।আমি এই মূহুর্তে নিজের ও পরিবারের নিরাপত্তা চাই।

উল্লেখ্য:

গত ৩ সেপ্টেম্বর বেলা এগারোটার দিকে ব্যবসায়ী সমিতির সেক্রেটারি বেলাল একদল সন্ত্রাসী নিয়ে আহছানুজ্জামান শপিং কমপ্লেক্সে হামলা চালায়। এসময় তারা ভবনের চারতলা থেকে নিচ তলা পর্যন্ত পাইপ, বাথরুম ফিটিংস ভেঙে ফেলে। ওইসময় বেলাল মার্কেটের মালিক সেলিমকে খোঁজ করতে থাকে এবং প্রকাশ্যে হত্যার হুমকি দেয়। কিন্তুু সেলিম বাইরে অবস্থান করায় প্রাণে বেঁচে যান। অভিযোগ আরো বলা হয়েছে, তিনতলা বিশিষ্ট আহছানুজ্জামান শপিং কমপ্লেক্স ২০১২ সালে নির্মিত৷ চলতি বছরের জুলাইয়ে অর্থাৎ আওয়ামী সরকারের আমলে মার্কেটের চার ও পাঁচতলার নির্মাণ কাজ করার সিদ্ধান্ত নেন তিনি। বিষয়টি জানতে পেরে পৌরসদর ব্যবসায়ী দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক ও আওয়ামী লীগ নেতা মোহাম্মদ বেলাল হোসেন সেলিমের কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে।চাঁদা না দিলে নির্মাণ কাজ করতে পারবে না বলে সাফ জানিয়ে দেয়। এমতাবস্থায় তিনি বেলালকে দেড় লাখ টাকা দিয়ে শান্ত করে এবং কাজ শুরু করে। এরপর দুইমাস ধরে নির্মাণ কাজ করে চারতলার কাজ এখন প্রায় শেষের দিকে। কিন্তুু বেলাল আবারও চাঁদা দাবি করে। পরিবর্তিত পরিস্থিতির প্রেক্ষাপটে সেলিম তাকে চাঁদা দিতে অস্বীকৃতি জানালে ৩ সেপ্টেম্বর বেলাল সদলবলে আহছানুজ্জামান শপিং কমপ্লেক্সে হামলা করে ভাঙচুর চালায়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top