দলীয় নেতাকর্মীদের নিয়ে রাস্তা সংস্কার করলেন যুবদল নেতা

সীতাকুণ্ড প্রতিনিধি:

নেতাকর্মীদের সাথে নিয়ে রাস্তা সংস্কারের কাজ করছেন বারৈয়াঢালা ইউনিয়ন যুবদল।
চট্টগ্রাম সীতাকুণ্ড উপজেলার ২নং বারৈয়াঢালা ইউনিয়ন এর ৬ নং ওয়ার্ডে দলীয় নেতাকর্মীদের নিয়ে খাদা গর্তে ভরা রাস্তা সংস্কার করলেন

উত্তর জেলা যুবদলের সহ-সভাপতি মোঃ ইসমাইল হোসেন এর দিকনির্দেশনায় বারৈয়াঢালা ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি মোঃ আনোয়ারুল আজিম।

এ সময় শতাধিক নেতাকর্মীর স্বেচ্ছাশ্রমে বারৈয়াঢালা ইউনিয়নের ৬ নং ওয়ার্ড এর ভিতরে পূর্ব মহালংকা দিয়ে চলাচলের কাঁচা রাস্তাটি সংস্কার করা হয়।শুক্রবার (৩০ আগস্ট) সকালে ইউনিয়ন যুবদলের পক্ষ থেকে রাস্তাটি সংস্কার করা হয়।

 

বারৈয়াঢালা ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি মোঃ আনোয়ারুল আজিম বলেন, বাংলাদেশ জাতীয়বাদী যুবদল একটি জনকল্যাণমূলক রাজনীতিক দল। দীর্ঘ সময় ধরে এ পূর্ব মহালংকা রাস্তাটির বেহাল দশার কারণে সাধারণ মানুষের চলাচলে দুর্ভোগের সৃষ্টি হচ্ছিল। তাই গতকাল শতাধিক যুবদলের নেতাকর্মী ও এলাকার জনসাধারণকে সাথে নিয়ে রাস্তাটি সংস্কার করা হয়েছে।আগামীতেও
এ ধরনের জনকল্যাণমুলক কাজ অব্যাহত থাকবে বলে জানান তিনি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top