তারকা খেলোয়াড়কে বাদ দিয়ে চমক রেখে ফ্রান্সের দল ঘোষণা

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত :  ০৩ অক্টোবর ২০২৪

তারকা খেলোয়াড়কে বাদ দিয়ে চমক রেখে ফ্রান্সের দল ঘোষণা

 

 

লা লিগার ম্যাচে আলাভেসের বিপক্ষে চোট নিয়ে মাঠ ছেড়েছিলেন কিলিয়ান এমবাপ্পে। পরীক্ষা-নিরীক্ষার পর শোনা গিয়েছিল তিন সপ্তাহের জন্য মাঠের বাইরে চলে যাবেন তিনি। কিন্তু এক ম্যাচ পরই নিজেকে সুস্থ করে তোলেন। তারপরও চ্যাম্পিয়নস লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে লিলের বিপক্ষে রিয়ালের প্রথম একাদশে তাকে রাখেননি কোচ আনচেলত্তি। দ্বিতীয়ার্ধে তাকে মাঠে নামিয়েছিলেন কোচ। কিন্তু দলের হার ঠেকাতে পারেননি এমবাপ্পে।

দ্বিতীয়ার্ধে নামায় ধারণা করা হচ্ছিল আন্তর্জাতিক বিরতিতে জাতীয় দলের হয়ে খেলতে পারেন এমবাপ্পে। তবে দিদিয়ের দেশম তাকে ছাড়াই দল ঘোষণা করেছেন। তবে তাকে না রাখার বিষয়টি এমবাপ্পের সঙ্গে সিদ্ধান্ত নিয়েই করেছেন বলে জানিয়েছেন কোচ দেশম।

বৃহস্পতিবার (৩ অক্টোবর) নেশন্স লিগের দুটি ম্যাচের জন্য ২৩ সদস্যের দল ঘোষণা করেন কোচ দিদিয়ের দেশম। এমবাপ্পের না থাকার বিষয়ে দেশম বলেন, তার কিছুটা সমস্যা আছে, পুরো ফিট হতে তার কিছুটা সময় লাগবে। আমি কোনো ধরণের ঝুঁকি নিতে চাই না। তাই তাকে রাখা হয়নি।

এমবাপ্পেকে না রাখলেও তার রিয়ালের দুই সতীর্থ এদুয়ার্দো কামাভিঙ্গা ও অরেলিয়েঁ চুয়ামেনি দলে ফিরেছেন। যারা কিছুদিন আগেও ছিলেন ইনজুরিতে। অভিজ্ঞ ফরোয়ার্ড গ্রিজম্যান অবসরে যাওয়ায় দলে ডাক পেয়েছেন এনকুকু, ওলিসে ও বারকোলার মতো তরুণদের।

২০২৩ সালের পর জাতীয় দলের হয়ে আর কোনো ম্যাচ খেলেননি এনকুকু। চলতি মৌসুমে চেলসির হয়ে ৯ ম্যাচে করেছেন ৬ গোল। আক্রমণভাগে তাকে সঙ্গ দিবেন উসমান দেম্বেলে, রান্দাল কুলো মুয়ানি, ব্র্যাডলি বারকোলারা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top