ডেঙ্গু/ আক্রান্ত কমলেও কেড়ে নিল এক প্রাণ

আক্রান্ত কমলেও কেড়ে নিল এক প্রাণ

চট্টগ্রামে একদিন পরে আক্রান্তের সংখ্যা কমে এসেছে। তবে আক্রান্ত এক নারীর মৃত্যু হয়েছে এসময়ে। এনিয়ে চট্টগ্রামে ডেঙ্গুতে ২১ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্তের সংখ্যা ৬৬।

বৃহস্পতিবার (২০ জুলাই) জেলা সিভিল সার্জনের কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা যায়। 

ডেঙ্গুতে মারা যাওয়া ওই নারীর নাম মুক্তা আখতার (২৫)। গত ১০ জুলাই ডেঙ্গু আক্রান্ত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি হন তিনি। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় ১৯ জুলাই মারা যান।

এদিকে, নতুন করে শনাক্ত হওয়া ৬৬ জনের মধ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৭ জন, বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজ (বিআইটিআইডি) হাসপাতালে ৮ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ১৯ জন এবং চট্টগ্রাম সরকারি জেনারেল হাসপাতালে ৫ জন চিকিৎসাধীন আছেন। বিভিন্ন বেসরকারি হাসপাতালে আরও ২৭ জন ভর্তি হয়েছেন। 

প্রসঙ্গত, চট্টগ্রামে এ পর্যন্ত আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৭৪৯ জনে। এরমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ হাজার ৫৪৫ জন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top