সীতাকুণ্ড বার্তা প্রতিনিধি
৩১ আগস্ট ২০২৪
প্রবাসী আয় কেনার ক্ষেত্রে বিভিন্ন বিদেশি এক্সচেঞ্জ হাউসকে ডলারের দাম ১২০ টাকার বেশি না দেয়ার সিদ্ধান্ত নিয়েছে দেশীয় ব্যাংকগুলো। বৃহস্পতিবার (২৯ আগস্ট) দেশের সরকারি-বেসরকারি ব্যাংকের ট্রেজারি বা কোষাগারপ্রধানদের এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয় বলে জানা গেছে।
এ বিষয়ে জানা যায়, বৃহস্পতিবার বেলা ৩টার দিকে অনুষ্ঠিত এ সভায় দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি ব্যাংকের ৪২ জন কোষাগারপ্রধানেরা অংশ নেন। সভার মূল প্রতিপাদ্য বিষয় ছিল দেশে বিদ্যমান পরিস্থিতিতে ডলার মূল্যের অস্থিরতা কমিয়ে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে করণীয়। এ সময় সভায় উপস্থিত সব ব্যাংকের কোষাগারপ্রধানেরা প্রবাসী আয়ের জন্য প্রতি ডলারের মূল্য ১২০ টাকার বেশি না দেয়ার বিষয়ে একমত হন। এসময় যারা সভায় অনুপস্থিত ছিলেন তাদের সঙ্গে যোগাযোগ করে এ সিদ্ধান্তের বিষয়টি জানানো হয়েছে।
এর আগে বিদেশি বিভিন্ন এক্সচেঞ্জ হাউস থেকে প্রবাসী আয় সংগ্রহ করার ক্ষেত্রে একেক ব্যাংক একেক দামে প্রবাসী আয়ের ডলার কিনে আসছিল। এর সুযোগ নিয়ে বেশি লাভের আশায় এক্সচেঞ্জ হাউসগুলো প্রবাসী বাংলাদেশিদের কাছ থেকে সংগ্রহ করা আয় ধরে রাখত।