চ্যাম্পিয়নস লিগে রাতে মাঠে নামছে ম্যানসিটি-ইন্টার মিলান-পিএসজি

  •  

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত : ১০:৫৫, ১৮ সেপ্টেম্বর ২০২৪

চ্যাম্পিয়নস লিগে রাতে মাঠে নামছে ম্যানসিটি-ইন্টার মিলান-পিএসজি

এদিকে চ্যাম্পিয়নস লিগের নতুন নিয়মের কারণে আজও আছে বিগ ম্যাচ। মুখোমুখি ম্যানচেস্টার সিটি-ইন্টর মিলান। ইতিহাদ স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে রাত একটায়। এই সময়ে পিএসজির প্রতিপক্ষ জিরোনা। এছাড়াও বরুশিয়া ডর্টমুন্ডকে আতিথ্য দেবে ক্লাব ব্রুগে আর স্লোভান ব্রাতিস্লাভার মুখোমুখি হবে সেল্টিক। এদিকে ম্যাচ সংখ্যা বেড়ে যাওয়ায় ব্যাবস্থা নিতে পারে ফুটবলাররা হুঁশিয়ারি রদ্রির।

যেখানে শেষ হয়েছিল ২০২৩ এর চ্যাম্পিয়নস লিগ ঠিক সেখান থেকেই যেনো শুরু। এবার নিজেদের প্রথম ম্যাচেই মুখোমুখি আগের আসরের দু’ফাইনালিস্ট ম্যানচেস্টার সিটি-ইন্টার মিলান।

ঘরের মাঠ ইতিহাদে ৪৬ ম্যাচ ধরে হারেনা সিটিজেনরা। ইংলিশ লিগের একমাত্র ক্লাব হিসেবে এখনো পর্যন্ত সবগুলো ম্যাচ জিতে নিয়েছে দূরন্ত ফর্মে থাকা ম্যানসিটি। আলোচনা আর্লিং হালান্ডকে ঘিরে। ৪ ম্যাচে দুই হ্যাটট্রিকসহ ইতোমধ্যেই করেছেন ৯ গোল। সিটি জার্সিতে শততম গোলের ল্যান্ডমার্ক ছুঁতে প্রয়োজন আর এক গোল। তাইতো ইউরোপের শ্রেষ্ঠত্বের মঞ্চেও এই নরওয়েজিয়ান গোলমেশিনের দিকে থাকবে স্পটলাইট। তবে জয় পরাজয়ের হিসাব ছাপিয়ে বেশি ম্যাচ খেলার ভারে ক্ষুব্ধ ম্যানসিটি মিডফিল্ডার রদ্রি

ম্যানসিটি ফুটবলার রদ্রি বলেন, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত আমরা হচ্ছি। আমার মনে হয়ে ব্যস্ত সূচির বিরূদ্ধে ব্যবস্থা নেয়ার সময় হয়ে গেছে। আমার সঙ্গে বাকি ফুটবলাররাও একমত হবে। আমাদের হাতে আর কোন বিকল্প নেই।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top