সীতাকুণ্ড প্রতিনিধি
চট্টগ্রামের সীতাকুণ্ড ফৌজদারহাট বিআইটিআইডি হাসপাতালে শিল্পপ্রতিষ্ঠান আবুল খায়ের গ্রুপের সৌজন্যে দেশব্যাপী করোনা চিকিৎসায় বিনামূল্যে অক্সিজেন প্রদান কার্যক্রম উদ্বোধন করা হয়।
মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় বিআইটিআইডি হাসপাতালে প্রাথমিকভাবে চাহিদানুসরে ১০টি অক্সিজেন সিলিন্ডার দিয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডাক্তার হাসান শাহরিয়ার।
এ সময় উপস্থিত ছিলেন আবুল খায়ের গ্রুপের অক্সিজেন প্লান্ট অফিসার শামসুদ্দোহা, আবুল খায়ের গ্রুপের সিইউ এম আবদুল্লাহ, সিনিয়র ম্যানেজার মানবসম্পদ অফিসার ইমরুল কাদের ভূঁইয়া, ফুলতলা বিআইটিআইডি হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডাক্তার এম এ হাসান, হাটহাজারী উপজেলা চেয়ারম্যান মো. রাশেদ ও আবুল খায়ের গ্রুপের অফিসার মোহাম্মদ আজম