চট্টগ্রামে বাসের ধাক্কায় কলেজের শিক্ষার্থী নিহত

 নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৯ অক্টোবর ২০২৪

চট্টগ্রাম-রাঙ্গামাটি মহাসড়কের রাউজানে বাসের ধাক্কায় মো. সাব্বির উদ্দিন (১৭) নামে এক কলেজ শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনার পর শিক্ষার্থীরা প্রায় তিন ঘণ্টা সড়ক অবরোধ করে রাখেন।

মঙ্গলবার (২৯ অক্টোবর) দুপুরে রাউজান সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের সামনে এ ঘটনা ঘটে।

নিহত সাব্বির ওই কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী এবং উপজেলার মোহাম্মদপুর গ্রামের নাজিম উদ্দিনের ছেলে।

রাউজান হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এস আই) সিরাজুল ইসলাম বলেন, বেলা ১১টার দিকে চট্টগ্রাম-রাঙ্গামাটি মহাসড়ক পার হয়ে কলেজে যাওয়ার সময় বাসের ধাক্কায় কলেজ শিক্ষার্থী সাব্বির গুরুতর আহত হন। সাব্বিরকে প্রথমে গহিরা জে. কে মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার সময় তার মৃত্যু হয়।

তিনি জানান, দুর্ঘটনার পরপরই রাউজান সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের বিক্ষুব্ধ শিক্ষার্থীরা চট্টগ্রাম-রাঙ্গামাটি মহাসড়ক অবরোধ করেন। পরে সেনাবাহিনীর মধ্যস্থতায় শিক্ষার্থীরা তিন ঘণ্টা পর অবরোধ তুলে নেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top