মোঃ জয়নাল আবেদীন:
চট্টগ্রামের সীতাকুণ্ডে ফৌজদার হাট এলাকায় অবস্থিত তৃতীয়বারের মতো দেশি-বিদেশি ১৩৬ প্রজাতির ফুল নিয়ে শুরু হয়েছে মাসব্যাপী ফুলের উৎসব।
শনিবার ৪ জানুয়ারি সকাল এগারোটায় ফুল উৎসবের উদ্বোধন করেন মন্ত্রী পরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, চট্টগ্রামের বিভাগীয় কমিশনার নুরুল্লাহ নুরী, আনোয়ার পাশা, জেলা প্রশাসক ফরিদা খানম, স্থানীয় সরকার উপ-পরিচালক নোমান হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক একে এম গোলাম মোর্শেদ খান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কামরুজ্জামান, অতিরিক্ত জেলা ম্যাজিস্টেট মাহবুবুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) শরিফ উদ্দিন, সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার কে এম রফিকুল ইসলাম, সিনিয়র সহকারী কমিশনার আলাউদ্দিন,সহকারী কমিশনার ভূমি আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।
উল্লেখ্য: ২০২৩ সালের ফেব্রুয়ারি মাসে ডিসি পার্কে ফুল উৎসব শুরু হয়।প্রতিবছরের ন্যায় ২০২৫ অর্থাৎ নতুন বছরে তৃতীয়বারের মতো ফুল উৎসব শুরু হয়।এর আগে ১৯৪ একর সরকারি (খাস) জমি দখলমুক্ত করার পর ডিসি পার্ক গড়ে তোলা হয়।দখলের পূর্বে সেটি মাদকের অভয়ারণ্য হিসেবে পরিচিতি লাভ করেছিল।কিন্তু এখন পর্যটকদের জন্য বিনোদনের অন্যতম মাধ্যম হয়ে দাঁড়িয়েছে।প্রতি বছর শীতের মৌসুমে লাখো ফুলের সমাহার দেখা যায় ডিসি পার্কে।