চট্টগ্রাম:
জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে চট্টগ্রামের বিশিষ্ট নাগরিক ও পেশাজীবীদের এক মতবিনিময় সভা ২৩ সেপ্টেম্বর ২০২৪, মঙ্গলবার সন্ধ্যা ৭:০০টায় নগরীর জিইসির এক রেস্তোরায় অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় কমিটির সদস্য এসএম সুজা উদ্দিন, সেগুপ্তা বুশরা মিশমা, তারেকুল ইসলাম ও হাসান আলী খান উক্ত সভায় চট্টগ্রামের বিশিষ্ট নাগরিক ও পেশাজীবীদের সাথে মতবিনিময় করেন, তাদের মতামত শুনেন এবং বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। সভায় সাম্প্রতিক রাজনীতি ও রাষ্ট্রের অগ্রাধিকার ভিত্তিক করণীয় নিয়ে মতামত রাখেন লেখক কবি ও প্রাবন্ধিক মাঈন উদ্দিন জাহেদ, লেখক ও সংগঠক মোসলেহ্ উদ্দিন খান জুয়েল, সাংবাদিক ফারুক মুনির, কবি ও আইনজীবী জয়ন্ত জিল্লু, প্রকৌশলী খালিদ হাসান, বিশিষ্ট সমাজ সেবক আহমদ রশিদ বাহার (ব্রাদার বাহার), কর আইনজীবী ও যুব সংগঠক প্রকৌশলী মো. ইমতিয়াজ উদ্দিন ভূঁইয়া, বিশিষ্ট লেখক ও সংগঠক আশ্রাফুল আলম ভূঁইয়া, বিশিষ্ট সংগঠক এ.কে. মাহমুদ, মো. আরিফুল ইসলাম, জান্নাতুল মিশফাত প্রমুখ। সভায় বক্তাগন সংবিধান পুনঃ লিখন, রাষ্ট্র সংস্কার , চট্টগ্রামের জলাবদ্ধতা, বন্দর ব্যবস্থাপনা , ১৮ থেকে ৪০ এর নাগরিকদের জন্য অগ্রাধীকার প্রকল্প গ্রহণসহ বিভিন্ন বিষয়ে মতামত প্রদান করেন এবং ফ্যাসীবাদী ব্যবস্থার বিলোপ করে নতুন রাজনৈতিক বন্দোবস্তের ব্যাপারে ঐক্যমত পোষণ করেন।