চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ১৫ উপজেলার ১৩টিতে করোনা আক্রান্ত কোনো রোগী পাওয়া যায়নি। এ সময়ে মিরসরাই ও সাতকানিয়া উপজেলার ৬সহ ১১ জনের শরীরে করোনা শনাক্ত হয়। শনাক্তের হার ১ দশমিক ০৮ শতাংশ। তবে এদিনও করোনায় আক্রান্ত হয়ে কোন রোগীর মৃত্যু হয়নি। এই নিয়ে টানা ২০ দিন ধরে মৃত্যুহীন রয়েছে চট্টগ্রাম।
সোমবার (৭ মার্চ) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত দৈনিক কোভিড প্রতিবেদনে এসব তথ্য পাওয়া গেছে।
তথ্য অনুসারে, গেল ২৪ ঘণ্টায় বিভিন্ন ল্যাবে সর্বমোট ১ হাজার ১৫ জনের নমুনা পরীক্ষা করা হয়। তাতে ১১ জনের দেহে করোনা শনাক্ত হয়।
শনাক্ত হওয়া ১১ জনের মধ্যে ৫ জনই নগরের বাসিন্দা। বাকি ৬ জনের ৫ জন মিরসরাই ও ১ জন সাতকানিয়া উপজেলার বাসিন্দা বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।
এ নিয়ে আক্রান্ত রোগীর সংখ্যা ১ লাখ ২৬ হাজার ৫৫৫ জনে এসে দাঁড়িয়েছে। তাদের মধ্যে নগরের বাসিন্দা ৯২ হাজার ৩৮ জন এবং ৩৪ হাজার ৫১৭ জন বিভিন্ন উপজেলার।
তবে এদিনও করোনায় আক্রান্ত হয়ে কোন রোগীর মৃত্যুর খবর পাওয়া যায়নি। শুরু থেকে এ পর্যন্ত করোনায় প্রাণ হারিয়েছেন ১ হাজার ৩৬২ জন।
চট্টগ্রামে প্রথম করোনা রোগী শনাক্ত হয় ২০২০ সালের ৩ এপ্রিল। এরপর ৯ এপ্রিল ভাইরাসটিতে আক্রান্ত হয়ে প্রথম কোনো ব্যক্তির মৃত্যু হয়।