গরীব দুঃস্থদের পাশে দাঁড়ালেন সুরাইয়া বাঁকের

গরীব দুঃস্থদের পাশে দাঁড়ালেন সুরাইয়া বাকের
সীতাকুণ্ড প্রতিনিধি
কভিড-19 যখন আঘাত হেনেছে এই দেশে। তখন থেকেই এই বাংলার চিত্র মূহুর্তের মধ্যে পাল্টে গেলো। দোকান,অফিস,আদালত বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে সাধারণ জনতা।খেটে খাওয়া মানুষের জিবনে নেমে এসেছে দুর্বিষহ অবস্থার করুন পরিণতি। গরীব দুঃস্থদের দৈনন্দিন আয়ের উৎস বন্ধ হয়ে যাওয়ার কারণে থমকে গেছে জিবন যাত্রা।এই মেহনতি মানুষের পরিস্থিতির কথা বিবেচনা করে তাদের পাশে দাঁড়ালেন নারী নেত্রী সুরাইয়া বাঁকের। তিনি সীতাকুণ্ড মহিলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভানেত্রী ও সীতাকুণ্ডের সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল্লাহ আল বাঁকের ভূইয়্যার সহধর্মীনি।
সোমবার ৩০ মার্চ সন্ধ্যায় তার নির্দেশে পৌরসভার ৭ নং ওয়ার্ডস্থ আমিরাবাদ ও গোলাবাড়ীয়া গ্রামের গরীব দুঃস্থদের মধ্যে খাদ্য সমাগ্রী পৌঁছে দেন তার বড় পুত্র ভূইয়্যা সামী আল মুজতবা (শুভ)।এসময় তিনি গ্রামের গরীব মানুষদের ঘরে ঘরে গিয়ে খাদ্য দ্রব্য পৌঁছে দেন।এসময় ১০০ জন দিনমজুরের পরিবারে নিত্য প্রয়োজনীয় খাদ্যসামগ্রী জিনিসপত্রের ব্যাগ বিতরণ করা হয়।
ভুঁইয়া সামী আল মুজতবা (শুভ) বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে আওয়ামী লীগের নেতাকর্মীরা যেন অসহায় মানুষের পাশে থাকে।জাতির দুর্দিনে অতীতের মতো আওয়ামী লীগকে যেন মানুষ পাশে পায়।আওয়ামী লীগ এদেশের মানুষের আস্থার জায়গা।তাই আমার আম্মার নির্দেশে এলাকার স্বল্প আয়ের মানুষদের পাশে যতসামান্য খাদ্য বস্তুু নিয়ে হাজির হয়েছি। যাতে মানুষের কষ্ট লাগব হোক।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top