কৃষক অপহরণ করে মুক্তিপণ আদায়, আটক ১

শেখ নাদিম, সীতাকুণ্ড প্রতিনিধিঃসীতাকুণ্ডে গত রোববার কৃষককে অপহরণ করে ৮ হাজার টাকা মুক্তিপণ আদায় করেছে এক চক্র, ঘটনায় মামলা ও একজনকে আটক করা হয়েছে।

জানা যায়, শনিবার সকালে সীতাকুণ্ড পৌরসভার দক্ষিণ মহাদেবপুর ভূইয়্যা পাড়া গ্রামের মোক্তার আহম্মেদের ছেলে স্থানীয় কৃষক মোঃনাজিম উদ্দিন রিকশা যোগে ফায়ার সার্ভিস এলাকায় অতিক্রমকালে হঠাৎ একটি মাইক্রোবাস এসে ৮ জন অজ্ঞাতপরিচয় দুষ্কৃতকারী তাকে মারধর শুরু করে এবং টেনে হেছড়ে মাইক্রোবাসে তুলে নিয়ে যায়। গাড়িতে তুলেই তাকে হাত,মুখ ও চোখ বেঁধে ফেলে দুষ্কৃতকারীরা।এসময় তার কাছ থেকে তার ভাই ও শ্বশুরের নাম্বার নিয়ে নাজিমকে অপহরণ করা হয়েছে বলে ১০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে। এক পর্যায়ে নাজিমের ভাই বাধ্য হয়ে অপহরণকারীদের ফোনে ৮ হাজার টাকা পাঠাতে বাধ্য হয়। পরে তাকে কদমরসুল এলাকায় ফেলে যায় তারা।

দায়িত্বরত পুলিশ অফিসার জানান, আমরা জানতে পারি সীতাকুণ্ড পৌরসভা এলাকা থেকে এক কৃষক কে অপহরণ করে মুক্তিপন আদায় করা হয়, আমরা অভিযান চালিয়ে এক জন কে আটক করতে সক্ষম হয়, বাকিদের ধরার জন্য অভিযান অব্যাহত রয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top