ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ের পর মুখ খুললেন সাকিব

প্রকাশিত : ২২:৫৫, ০৩ সেপ্টেম্বর ২০২৪ |

ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ের পর মুখ খুললেন সাকিব

সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নিশ্চুপ ছিলেন দেশসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। এতে করে বেশ সমালোচনার মুখে পড়তে হয় তাকে। শেষ পর্যন্ত শেখ হাসিনা যখন পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর দেশে তার নামে হত্যা মামলা করা হয়। তা নিয়ে তিনি একটি শব্দও বলেননি। যখন তার নামে মামলা করা হয় সাকিব অবস্থান করছিলেন পাকিস্তানে জাতীয় দলকে সার্ভিস দিতে।

প্রথম টেস্টে ১০ উইকেটের ঐতিহাসিক জয়ে দুই ইনিংস মিলিয়ে নিয়েছিলেন ৪ উইকেট। বিশেষ করে দ্বিতীয় ইনিংসে স্বাগতিক পাকিস্তানকে গুঁড়িয়ে দিতে মিরাজের সঙ্গে বল হাতে ঘূর্ণিঝড় তোলেন সাকিব। যদিও ব্যাট হাতে ম্রিয়মান ছিলেন তিনি। এমন জয়ের পরও তিনি কিছুই বলেননি। 

হয়ত জবাবটা দিতে চেয়েছিলেন ২২ গজেই। কখনও বল হাতে কখনও বা ব্যাট হাতে। দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে মাত্র ২ রানই করতে পেরেছিলেন। আর দ্বিতীয় ইনিংসে তার উইলো থেকে আসে অপরাজিত ২১ রান। তবে এ ইনিংস তার কাছে বিশেষ কেননা দলের উইনিং রানটিই এসেছিল হত্যা মামলার আসামি সাকিবের ব্যাট থেকেই। যেমনটা মুম্বাইয়ের সেই ফাইনালে ট্রেডমার্ক ছক্কায় স্বরণীয় আছেন এমএস ধোনি।

যাকে নিয়ে এত আলোচনা-সমালোচনা সেই সাকিবই পাকিস্তানকে প্রথমবারের মতো বাংলাওয়াশ করার মিশনে ২২ গজে ব্যাট হাতে ছিলেন। এ সময় তার সঙ্গী ছিলেন টাইগার ক্রিকেটের আরেক ব্র্যান্ড মুশফিকুর রহিম। ১৮ বছর ধরে যারা দেশের ক্রিকেটকে নিয়ে গেছেন অনন্য এক উচ্চতায়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top