চট্টগ্রাম প্রতিনিধি:
এপেক্স বাংলাদেশের দ্বিতীয় গুরুত্বপূর্ণ ক্লাব এপেক্স ক্লাব অব চট্টগ্রাম এর ১৪তম এজিএম নগরীর একটি অভিজাত রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে। উক্ত এজিএমে প্রধান নির্বাচন কমিশনার মহিউদ্দিন শাহ আলম নিপু(এলজি,পিএনপি)। ২০২৫ বর্ষের নির্বাচিত ১১ সদস্যের বোর্ড ঘোষণা করেছেন। এজিএমে অবজার্ভার হিসেবে দায়িত্বপালন করেন এপে.এম বেলাল হোসেন(এনইআরইডি)। উক্ত এজিএমে এপেক্সিয়ান আশ্রাফুল আলম ভূঁইয়া সভাপতি, এবং এপেক্সিয়ান রেজাউল করিম শিমুল সেক্রেটারী নির্বাচিত হয়েছেন বলে জানিয়েছেন নির্বাচন কমিশন। এছাড়াও বোর্ডের অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন যথাক্রমে– সিনিয়র ভাইস প্রেসিডেন্ট-এপে. জাকারিয়া চৌধুরী যুবরাজ, জুনিয়র ভাইস প্রেসিডেন্ট- এপে. ইঞ্জি: মেহেদী হাসান, আইপিপি-এপে. এস এম আশরাফ উদ্দিন, ট্রেজারার- এপে. কামাল হোসেন, সার্ভিস ডিরেক্টর- এপে. করিমুল হক চৌধুরী, মেম্বারশিপ এন্ড এটেন্ডেন্স ডিরেক্টর- এপে. মো: হাসান, ফেলোশিপ এন্ড পাবলিক রিলেশনশিপ ডিরেক্টর- এপে. আমজাদ হোসেন, পাবলিক স্পিকিং এন্ড ডিবেটিং ডিরেক্টর- এপে. মহিউদ্দিন আজাদ, সার্জেন্ট এট আর্মস- এপে. মঞ্জুরুল ইসলাম।
বলাবাহুল্য এপেক্স ক্লাব অব চিটাগাং এপেক্স বাংলাদেশের জেলা-০৩ এর দ্বিতীয় ক্লাব।