Total Views: 21
মোঃ জয়নাল আবেদীন:যুব সমাজকে মাদক ও অশ্লীলতা থেকে বিরত রাখতে সীতাকুণ্ড পৌরসভার ইদিলপুর এলাকায় ইকরা পাঠাগার উদ্বোধন করা হয়েছে।
গতকাল মঙ্গলবার বিকাল চারটায় পৌরসভার ৮ নং ওয়ার্ড দক্ষিণ ইদিলপুর গ্রামে ইকরা পাঠাগার উদ্বোধন করেন সাবেক কমিশনার মোঃ তাহের।
এসময় অনুষ্ঠানে ৮ নং ওয়ার্ডের জামায়াত নেতা দেলোয়ার হোসেন’র সঞ্চালনায় ও মোঃ সাহাবুদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড উপজেলা জামায়াতের সেক্রেটারি ও সাবেক জনপ্রিয় কমিশনার মোঃ তাহের,পৌরসভার জামায়াতের সেক্রেটারি মোঃ জুয়েল, ওলামা পরিষদের সভাপতি হাফেজ মাওলানা মোঃ জয়নাল আবেদীন, পৌরসদরের সভাপতি মোঃ আবুল কাশেম সহ প্রমুখ।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপজেলা জামায়াতের সেক্রেটারি ও সাবেক কমিশনার মোঃ তাহের বলেন, দীর্ঘ ১৭ বছরে পরিবেশ আমাদের অনুকূলে ছিলনা।সেই সময়টাতে ইসলাম চর্চা করলে আমাদের জঙ্গি বলা হত।আমরা স্বাধীনভাবে ধর্ম চর্চা করতে পারিনি।কিন্তু এখন যুবকদের সময় এবং সুযোগ এসেছে।আর এই সুযোগটা যুব সমাজকে কাজে লাগাতে হবে।মাদক ও অশ্লীলতা থেকে বাঁচতে হলে ইসলাম চর্চায় মনোনিবেশ করতে হবে।যুব সমাজকে আলোকিত করতে ইকরা পাঠাগার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।আমাদের যুব সমাজকে দ্বীন ও ইসলাম সম্পর্কে জানতে কুরআন-হাদীস জানা প্রয়োজন।পরিশেষে আমি আহ্বান করছি, এই পাঠাগারে কুরআন-হাদীস শেখানোর জন্য গণশিক্ষার মত যেন কার্যক্রম চালু করতে পারে।তিনি এসময় আয়োজকদের ভূয়সী প্রশংসা করেন।