ইসরাইলের দালালি করলে প্রবাসী ভারতীয়দের জেল জরিমানা এমনকি কুয়েত থেকে বের করে দেওয়া হবে।

বার্তাঃইসরাইলের দালালি করলে প্রবাসী ভারতীয়দের কুয়েত থেকে বের করে দেয়া হবে। সেই সাথে ১০ বছরের জেল এবং ৫০০০ কুয়েতি দিনার জরিমানা করা হবে।

ফিলিস্তিন ইস্যু নিয়ে ইসরায়েলের সমালোচনায় সারাবিশ্ব সেখানে একমাত্র মিত্র দেশ হিসেবে ভারতীয় মিডিয়া এবং নাগরিক প্রকাশ্যে ইসরায়েলের পক্ষ নিয়েছে।

ভারতীয়দের এমন কর্মকান্ডে, কুয়েত প্রবাসী সকল ভারতীয় শ্রমিকদের কে ফ্যসিস্ট উপাধি দিয়ে হুঁশিয়ার করেন কুয়েত সরকার। টুইটার পোষ্টে জানান, এটা ফেসিস্টদের জন্য ওয়ার্নিং যারা আমাদের দেশে শ্রমিক বেশে বসবাস করছে। তোমাদের কার্যকলাপ মনিটর করা হচ্ছে।

যদি কারো ইসরাইলের সাথে সংস্লিস্টতা খুঁজে পাওয়া যায় তবে তাকে ১০ বছরের জেল এবং ৫০০০ কুয়েতি দিনার জরিমানা করা হবে। যারা জায়ানিস্টদের প্রতি অনুকম্পা দেখাবে তারাই আমাদের ক্রোধের মুখোমুখি হবে।

সূত্রঃ asianews

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top