আপন ছেলের হাতে নির্যাতিত বৃদ্ধার পাশে দাঁড়ালেন এএসপি শম্পা রানী শাহা

জয়নাল আবেদীনঃ চট্টগ্রামের সীতাকুণ্ডে নিজের সন্তান ও তার ছেলের স্ত্রীর হাতে বেদড়ক পিটুনি খেয়ে আহত হয়েছে ৯২ বছর বয়সী বৃদ্ধা জরিপা বেগম। খবর পেয়ে আহত বৃদ্ধাকে দেখতে ছুটে আসেন সীতাকুণ্ড মডেল থানার অতিরিক্ত এ এসপি শম্পা রানী শাহা। বৃদ্ধা জরিপা বেগমের প্রতি নিজ সন্তান ও তার ছেলের স্ত্রীর অমানবিক আচরণ সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন অনেকই। কিন্তু একজন মায়ের প্রতি একজন এ এসপির মানবিক আচরণ বলে দেয় সমাজ পরিবর্তনের জন্য এমন একটা সন্তান হলেই যথেষ্ট। বরাবরই শুনে আসছি সীতাকুণ্ড মডেল থানার অতিরিক্ত এ এসপি শম্পা রানী শাহা দায়িত্ব পালনের পাশাপাশি মানবকল্যাণে নিজেকে প্রস্তুত রাখেন।

সীতাকুণ্ড পৌরসভার ১ নং ওয়ার্ডের এয়াকুব নগরে মর্মান্তিক এই ঘটনা ঘটে। যখন এই জঘন্যতম কাজটি মানব হৃদয়ে বার বার প্রকম্পিত করে তখন একজন বৃদ্ধার পাশে দাঁড়ানো এবং তাকে আশ্বস্ত করা সত্যিই প্রশংসনীয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top