সুরাঙ্গন খেলাঘর আসরের বার্ষিক আনন্দ মেলা ২০২১ইং উদ্যাপিত

৬ মার্চ শনিবার সীতাকুণ্ড মোহন্ত আস্তান বাড়িতে আকর্ষিক আয়োজনের মধ্য দিয়ে উদ্যাপিত হল জাতীয় শিশু-কিশোর সংগঠন খেলাঘরের শাখা আসর সুরাঙ্গন খেলাঘর আসরের বার্ষিক আনন্দ মেলা। শিশুদের মুখে মার্বেল, মিওজিক চেয়ার, নারীদের চেয়ার বালিশ খেলা, র‌্যাফেল ড্র ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে উৎসবমুখর ছিল আনন্দ মেলার দিনভর আয়োজন। আসরের সভাপতি দেবাশিস ভট্টাচার্যের সভাপতিত্বে আনন্দ মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদ সদস্য আ ম ম দিলসাদ। সাধারণ সম্পাদক মুন্নি সেনের পরিচালনায় ও সহ সাধারণ সম্পাদক ঋক ভট্টাচার্যের সঞ্চালনায় এতে আরো উপস্থিত ছিলেন খেলাঘর চট্টগ্রাম মহানগরী কমিটির সদস্য বনবিহারী চক্রবর্তী, খেলাঘর চট্টগ্রাম মহানগরী কমিটির সাংগঠনিক সম্পাদক ও মেঘমল্লার খেলাঘর আসরের সভাপতি তপন মজুমদার, সাপ্তাহিক সীতাকুণ্ড পত্রিকার সম্পাদক ও প্রকাশক সুলাইমান মেহেদী হাসান, মেঘমল্লার খেলাঘর আসরের সাধারণ সম্পাদক সুজিত পাল, মেঘমল্লার খেলাঘর আসরের সহ সভাপতি অমর শীল, সুরাঙ্গন খেলাঘর আসরের সহ সভাপতি পরেশ দাশ গুপ্ত ও বিজয় চন্দ্র দাশ, খেলাঘর সংগঠক সাংবাদিক অশোক দাশ, সংগঠক রঞ্জন দাশ, কবি ও লেখক বাসু দেব নাথ, সাংবাদিক এম কে মনির, অনুষ্ঠানের আহব্বায়ক অমিত বড়ুয়া, সদস্য সচিব রাহুল দেবনাথ, আলো মানবিক উন্নয়ন সংগঠনের সভাপতি হারুন উর রশীদ, সাধারণ সম্পাদক গোলাম সাদেক, জনসেবা যুব কল্যাণে আমরা এর সভাপতি মো. তাহের, গরীবের বন্ধু ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ দাশ শিপন।
এসময় প্রধান অতিথি বলেন সাংস্কৃতিক অঙ্গনে সুরাঙ্গন খেলাঘর আসর খেলাঘরের হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। শিশু কিশোরদের নিয়ে সুরাঙ্গনের সাংস্কৃতিক কর্মকান্ড প্রশংসার দাবিদার। শিশুদের মানসিক বিকাশ ঘটাতে সুরাঙ্গন নিয়মিত সাংস্কৃতিক চর্চার যে ধারা অব্যাহত রেখেছে তা আমাদের সীতাকুণ্ড সাংস্কৃতিক জগতে বিশেষ কৃতিত্ব বহন করছে।


Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *