সীতাকুন্ডে পিডিবির ভূতুড়ে বিলে অতিষ্ঠ সাধারণ মানুষ: প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

সীতাকুন্ড বার্তা নিউজ ডেস্ক:

দেশব্যাপী চলছে এখন করোনা তান্ডব। দরিদ্র জনগোষ্ঠীরা চরম অর্থকষ্টের মধ্যে দিন কাটাচ্ছেন। তাদের দুর্দিনে সরকার, বিত্তবান ও বিভিন্ন দাতা সংস্থা পাশে দাঁড়িয়েছে। যখন মেহনতি জনতার দুর্দশার চিত্র দেখে চোখে জল আসে ।তখন     সীতাকুণ্ডের পিডিবি জনগোষ্ঠীর উপর ছাপিয়ে দিয়েছে ভূতুড়ে বিল। যাদের ১০০/১৫০ বিদ্যুৎ বিল আসতো তাদের বিল দেয়া হয়েছে ২০০০/২৫০০ করে। কোন রকম রিডিং নেয়া ছাড়া তারা এই বিল করেছেন। তাছাড়া গতমাসের বিল না নিয়ে এ মাসের বিলের সাথে তা তুলে দেয়। এতে করে দরিদ্র জনগোষ্ঠীর মাঝে নেমে আসে হতাশা। সীতাকুণ্ডের বিভিন্ন স্পটে ঘুরে এ প্রতিবেদক এর সত্যতা খুঁজে পায়। প্রায় দুই শতাধিক পিডিবি গ্রাহক জানান, নুন আনতে পান্তা ফুরোয়। এ বিল কিভাবে পরিশোধ করবে জানেন না। তারা বিদ্যুতের লাইন কেটে হারিকেন, মোমবাতি , জ্বালানোর কথা বলেন। তারা আরো জানান, বিদ্যুৎ বিল পরিশোধের সময় দেয়া হয় মাত্র একদিন। এ ব্যাপারে পিডিবি অফিসে খোঁজ নিতে গেলে কাউকে পাওয়া যায় না। নাম প্রকাশে অনিশ্চুক এক লাইনম্যান জানান, এ ব্যাপারে জবাব দেয়ার ভয়ে কেউ আসেনি। গেইটে ঘন্টাখানেক দাঁড়ালে প্রায় অর্ধশত লোক বিলের কাগজ নিয়ে আসেন। অনেকে বিল হাতে নিয়ে কান্না করেন। বলেন, এ বিল পরিশোধের সামর্থ্য তাদের নেয়। সারাদেশে সবাই যখন সবকিছুতে ছাড় দিচ্ছে তখন পিডিবির এ আচরণ ক্ষুব্ধ করে খেতে না পাওয়া মানুষগুলোকে। তারা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *