সীতাকুণ্ডে ইলিশ লুটকারী সেই বাচা মিয়া গ্রেপ্তার

সীতাকুণ্ডের বাঁশবাড়িয়ায় জেলেদের কাছ থেকে ইলিশ লুট ও চাঁদাবাজিতে অভিযুক্ত লিংকন প্রকাশ বাচা মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাতে নিজ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত বাচা মিয়া উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের দক্ষিণ বাঁশবা গ্রেপ্তার বাচা মিয়া ড়িয়া গ্রামের মৃত খায়রুল বশরের পুত্র। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উপজেলার বাঁশবাড়িয়া বোয়ালিয়াকুল জেলে গ্রামের জেলেরা সাগরে ইলিশ শিকার করে ফেরার পথে বাচা মিয়াসহ কয়েকজন দুস্কৃতিকারী ইলিশগুলো লুটে নিতো। এতে জেলেরা প্রচণ্ড ভয়ে তটস্থ হয়ে থাকত। কিন্তু বহু মামলার আসামি লিংকনের ভয়ে কেউ মুখ খোলার সাহস পেতো না। এভাবেই তার অত্যাচার বাড়ছিলো। সর্বশেষ গত শুক্রবার রাতে ইলিশ না দেওয়ার জের ধরে বোয়ালিয়াকুলের জেলে কমলকে তার বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে হামলা ইলিশ না দিলে ২০ হাজার টাকা দিতে হবে বলে চাপ দেয়। এই টাকাও দিতে অস্বীকৃতি জানানোয় লিংকন জেলে কমল জলদাশের মোবাইল কেড়ে নিয়ে ভেঙে ফেলার পাশাপাশি সাথে থাকা টাকা ছিনিয়ে নেয় এবং ব্যাপক মারধর করে গুরুতর আহত করে। বিষয়টি নিয়ে ভুক্তভোগী কমল সীতাকুণ্ড প্রেস ক্লাব ও থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ রাতেই বাচা মিয়াকে গ্রেপ্তার কারেন।


Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *