দেশে ডেঙ্গু শনাক্তের নতুন রেকর্ড, একজনের মৃত্যু

দেশে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েই চলছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে রেকর্ড ৬৩৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। যা চলতি বছর একদিনে হাসপাতালে সর্বোচ্চ রোগী ভর্তির রেকর্ড। এসময় ডেঙ্গু আক্রান্ত হয়ে একজনের মৃত্যুর তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

এর আগে গত ২৮ সেপ্টেম্বর দেশে একদিনে সর্বোচ্চ ৫২৪ ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছিল।

শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, নতুন করে ডেঙ্গু আক্রান্ত রোগীদের মধ্যে ৫১৮ জন ঢাকার বাসিন্দা। আর বাকি ১১৭ জন ঢাকার বাইরের হাসপাতালে ভর্তি হয়েছেন।

বর্তমানে ডেঙ্গু আক্রান্ত হয়ে ২ হাজার ১৫৮ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এদের মধ্যে রাজধানীর বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন এক হাজার ৬৫৮ জন। আর ঢাকার বাইরের হাসপাতালগুলোতে ভর্তি রয়েছেন ৫০০ জন।

এদিকে ডেঙ্গু আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ৫৬ জনের মৃত্যু হয়েছে। গত বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা যান ১০৫ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন সর্বমোট ১৬ হাজার ৭২৭ জন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১৪ হাজার ৫১৩ জন।


Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *