ডাক্তারের ভুল ইনজেকশনে সীতাকুণ্ডে প্রসূতির মৃত্যুর অভিযোগ

সীতাকুন্ড জেনারেল হাসপাতালে চিকিৎসকের ভুলে এক প্রসূতির মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেছে তার পরিবার। নিহতের নাম ফারিয়া আক্তার বর্ষা (২০) বৃহস্পতিবার সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে। মায়ের মৃত্যু হলেও নবজাতক সুস্থ্য আছে বলে জানা গেছে। তবে ভুল চিকিৎসায় মৃত্যুর বিষয়টি একেবারেই অস্বীকার করেছেন কর্তব্যরত চিকিৎসক ও হাসপাতাল কর্তৃপক্ষ। নিহত প্রসূতি মীরসরাই উপজেলার হাইতকান্দি ইউনিয়নের বালিয়াদি গ্রামের শাহনেওয়াজের স্ত্রী। নিহতের ভাই ইকবাল জানান, তার বোনের প্রসব বেদনা উঠলে সকাল ৭টার দিকে তাকে সীতাকুণ্ড জেনারেল হাসপাতালে ভর্তি করান। সাড়ে ৮টার দিকে স্বাভাবিকভাবে তিনি একটি পুত্র সন্তান প্রসব করেন।

এর পর থেকে উভয়েই সুস্থ ছিল। সন্তান প্রসবের পর ফারিয়া আক্তার বর্ষা পায়ে হেঁটে লেবার রুম থেকে হাসপাতালের বেডে যান। বেলা পৌনে ১১টার দিকে ফারিয়া আক্তারকে নার্সরা একটি ইনজেকশন পুশ করেন। এর কিছুক্ষণ পরই তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। এদিকে রোগীর অবস্থা বেগতিক দেখে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মাহবুবা আক্তার বন্যা তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) নিয়ে যাওয়ার পরামর্শ দেন। তবে রোগী মারা যাওয়ার পরেই তাকে চমেকে নিয়ে যাওয়ার জন্য বলা হয় বলে অভিযোগ স্বজনদের। রোগীকে কি ইনজেকশন পুশ করা হয়েছে তা বারবার জানতে চাওয়ার পরও তাদের জানানো হয়নি বলে জানান তারা। এব্যাপারে জানতে চাইলে চিকিৎসক মাহবুবা আক্তার বন্যা বলেন, রোগীর সব স্বাভাবিক থাকলেও হঠাৎ তার খিঁচুনি ওঠে। এরপর প্রচলিত ওষুধই দেওয়া হয় তাকে। কিন্তু এর কিছুক্ষণ পরই রোগীর অবস্থা ক্রমশ খারাপ হতে থাকলে আমরা তাকে চমেকে স্থানান্তরের পরামর্শ দেয়। একই কথা বলেন হাসপাতালের পরিচালক মাইন উদ্দিনও। এদিকে প্রসূতিকে নগরীর একটি বেসরকারী ক্লিনিকে নিযে গেলে চিকিৎসক জানান, ওই প্রসূতি অনেক আগেই মারা গেছেন। বিষয়টি উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডাঃ নুরউদ্দিন রাশেদ এবং সীতাকুণ্ড থানার ওসিকে মৌখিকভাবে জানানো হয়েছে। দায়িদের অভিযুক্ত করে মামলা দায়ের করা হবে বলে জানান নিহতের ভাই ইকবাল


Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *