কনটেইনার-কার্গো রাখতে ‘এফ শেড’ বাড়ালো চট্টগ্রাম বন্দর

বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা গার্মেন্টসসহ বিভিন্ন প্রতিষ্ঠানের আমদানি পণ্য রাখতে ‘এফ শেড’র পরিধি বাড়ালো চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। ফলে এখন থেকে বন্দরে আরো ১ হাজার টিইইউএস কনটেইনার-কার্গো রাখার সুযোগ তৈরি হলো।
মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) বন্দরের ভেতরে থাকা ‘এফ শেড’ কে ‘সিএফএস’ শেডে রূপান্তরের সিদ্ধান্ত নেয় বন্দর কর্তৃপক্ষ।

চট্টগ্রাম বন্দর সূত্রে জানা গেছে, গার্মেন্টসসহ বিভিন্ন প্রতিষ্ঠানের আমদানি করা কাঁচামাল রাখতে ‘এফ শেড’র পরিধি বাড়ানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। আগে কনটেইনার-কার্গো রাখা হতো চারটা শেডে। এখন বেড়ে পাঁচটা শেড হবে। এতে করে বন্দরে কনটেইনার-কার্গো রাখার ধারণক্ষমতা আরো বাড়বে।

এ বিষয়ে জানতে চাইলে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব মোহাম্মদ ওমর ফারুক সিভয়েসকে বলেন, ‘এফ শেড’ কে কনভার্ট করে ‘সিএফএস’ শেড করা হয়েছে। এখানে কনটেনারাইজড কার্গো রাখা হবে। এখানে কোন প্রকার পণ্যের খালাস করা হবে না, শুধু পণ্য রাখা হবে। গতকাল মাত্র উদ্যোগটি নেয়া হয়েছে। আমরা দ্রুত শেডটি পুরোদমে চালু করব। পরিধি বাড়ানোর কারণে এখানে এক হাজার টিইইউএস কনটেইনার-কার্গো রাখা যাবে।


Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *