আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক করোনা আক্রান্ত

সীতাকুন্ড প্রতিনিধি

আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষকের শরীরে করোনা সংক্রামণের রির্পোট পজেটিভ এসেছে। আক্রান্ত শিক্ষকের নাম মেহেদী হাসান (৩৫)।

চট্টগ্রামের সীতাকুণ্ডে তিনি কুমিরাস্থ আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সাইন্স এর ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক। তার গ্রামের বাড়ি লক্ষীপুরে বলে জানা গেছে। তিনি সীতাকুন্ডের জোড়ামতল এলাকার মোমিন চৌধুরী’র বাড়িতে ভাড়া বাসায় থাকেন।

সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার মোঃ নুরউদ্দিন রাশেদ এই তথ্য নিশ্চিত করে বলেন, আক্রান্ত ব্যক্তি গত ৩০ এপ্রিল শরীরে জ্বর, সর্দি ও কাঁশি উপসর্গ নিয়ে নিজে ফৌজদারহাটস্থ বিআইটিআইডিতে গিয়ে ভর্তি হন।
৬দিন পর তার শরীরে করোনার পজেটিভ রির্পোট আসে। এদিকে ওই ব্যক্তি যে এলাকায় ভাড়ায় থাকেন সেখানে ৪ টি বাড়ির ১১ পরিবার ও পাশের ২ পরিবার সহ ১৩ পরিবার লকডাউনের আওতায় আনা হয়েছে।
বাড়িগুলোতে ৩৮+১০=৪৮জন সদস্য রয়েছে বলে জানান সোনাইছড়ি ইউনিয়নের ১ নং ওয়ার্ডের মেম্বার কপিল উদদীন। গত মঙ্গলবার রাত ১১টায় উক্ত এলাকায় উপস্থিত হন থানার ইউএনও’র প্রতিনিধি স্বাস্থ্য, উপজেলা কমপ্লেক্সের ডাক্তারবৃন্দ ও সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফিরোজ মোল্লা ও এসআই সুজাতসহ পুলিশ বাহিনীর সদস্য্যরা
উল্লেখ্য যে, এ পর্যন্ত সীতাকুণ্ড উপজেলায় মোট ৪ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয় তাদের মধ্যে প্রথম সনাক্ত ব্যক্তি সম্পূর্ণ সুস্হ হয়ে বাড়ি ফিরলেও আরো দুইজনসহ নতুন আক্রান্ত মেহেদী হাসান সহ মিলে তিনজন এখনো বিআইটিআইডিতে চিকিৎসাধীন আছেন।
ওই এলাকার বাসিন্দা মোঃ আলাউদ্দিন জানান, ওই শিক্ষক বাসা থেকে তেমন একটা বের হতেন না। নামাজ পড়ার জন্য তিনি মসজিদেও তেমন আসতেন না।
সাম্প্রতিক সময়ে তিনি সীতাকুণ্ডের বাইরে কোথাও যাননি। এর মধ্য ওই শিক্ষক কিভাবে করোনা আক্রান্ত হলেন, এ বিষয়টি নিয়ে এলাকায় আতঙ্ক বিরাজ করছে।


Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *