১৩শ টাকার টেস্ট ৩ হাজারে করাতে গিয়ে দালাল ধরা

 ১৩শ টাকার টেস্ট ৩ হাজারে করাতে গিয়ে দালাল ধরা

বেশি টাকায় বেসরকারি একটি ল্যাবে টেস্ট করাতে নেয়ার সময় মো. জুয়েল নামে এক দালাল আটক।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে গাইনি ওয়ার্ডের এক রোগীকে ভাগিয়ে নিতে গিয়ে ধরা পড়েছেন মো. জুয়েল (২৩) নামে এক দালাল। চমেক হাসপাতালের ১৩শ টাকার একটি টেস্ট ৩ হাজারে বেসরকারি একটি ল্যাবে করাতে নিচ্ছেলেন তিনি।

মঙ্গলবার (২৫ অক্টোবর) সকালে হাসপাতালের ৩৩ নম্বর গাইনি ওয়ার্ড থেকে তাকে আটক করা হয়। দুই মাস আগেও একবার তাকে আটক করে হাসপাতাল কর্তৃপক্ষ, তবে সেবার তিনি পালিয়ে যান।

জুয়েল নোয়াখালী সেনবাগের বাসিন্দা। আটক জুয়েল নগরের জেনেটিক ল্যাব নামক একটি অনিবন্ধিত ডায়াগনস্টিক সেন্টারের কর্মচারী। 

ট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের গাইনি ওয়ার্ডের ওয়ার্ড মাস্টার মো. কামরুজ্জামান কামরুল সিভয়েসকে বলেন, ‘আজ সকালে এই দালালকে হাসপাতালের গাইনি ওয়ার্ড থেকে আটক করা হয়েছে। এর আগেও তাকে আটক করা হয়েছিল কিন্তু সেবার গেঞ্জি ছিড়ে পালিয়ে যায়। পুলিশও দুই দফা ধরেছিল। কিন্তু প্রতিবারই পালিয়ে যেতে সক্ষম হয়। শেষে আজকে তাকে ধরতে পেরেছি।’

তিনি আরও বলেন, ‘এ দালাল জেনেটিক ল্যাব নামক একটি প্রতিষ্ঠানের হয়ে কাজ করে। হাসপাতালের কিছু অসাধু কর্মচারীদের সাহায্যে রোগীদের ওয়ার্ড থেকে ভাগিয়ে নিয়ে যায়। আজকেও একইভাবে এক রোগী থেকে ১ হাজার ৩০০ টাকার টেস্ট ৩ হাজার টাকায় করানোর জন্য নিয়ে যাওয়ার চেষ্টা করলে তাকে আটক করি। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। চমেকের পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক তাকে পাঁচলাইশ থানায় হস্তান্তর করেছেন।’

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top