১২ কেজি গ্যাসের নির্ধারিত খুচরা মূল্য ৬০০ টাকা

আজ থেকে ১২ কেজি গ্যাসের নির্ধারিত খুচরা মূল্য ৬০০ টাকা।দাম বেশি দেখলে ৯৯৯এ কল করুন

বোতলের গ্যাসের দাম বৃদ্ধি পেয়েছে, বন্যার কারণে গ্যাসের চাহিদা বেড়েছে।তাই গ্যাসের দাম বৃদ্ধি পেয়েছে। বিভিন্ন সময় বিভিন্ন কথা বলে গ্যাস ব্যবসায়ীরা গ্যাসের দাম বেশি রাখে। এতো দিন খুচরা বাজারে গ্যাসের দাম ১০০০ টাকার বেশি বা তার আশে পাশে বিক্রি হতো।

ঝিনাইদহের একজন বলেছেন গত মাসে যে গ্যাস ৮০০ থেকে ৮৫০ টাকা করে কিনতে হতো, তার মূল্য এখন কমে ৭৩০ টাকা হয়েছে। আন্তজার্তিক বাজারে কাঁচা মালের দাম কমে যাওয়ায় সরকারি এলপিজির গ্যাসের দাম যা আগে ১০০০ টাকা ছিল তা কমে ৬০০ টাকা হয়েছে।

আজম জে চৌধুরী পেট্রোলিয়াম লিমিটেডের পরিচালক জানান, কাঁচা মালের দাম কমার ফলে আমরাও দাম কমিয়ে ফেলেছি।সরকারি গ্যাস ও বেসরকারি গ্যাস আলাদা হবার ব্যাপার তারা বিইআরসির সাথে কথা বলবে। যাতে সবাই একই দামে গ্যাস বিক্রি করে।

তাই সবাই কিছু দিন অপেক্ষা করুন দাম কমে যাবে। আর যদি ব্যবসায়ীরা দাম কম না রাখে সেক্ষেত্রে ৯৯৯ এ কল দিয়ে পুলিশকে জানাতে পারেন।

সূত্রঃ সীতাকুণ্ড নিউজ ২০

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top