![১১৬ দিন পর করোনায় মৃত্যু দেখলো চট্টগ্রাম, শনাক্ত ৩ ১১৬ দিন পর করোনায় মৃত্যু দেখলো চট্টগ্রাম, শনাক্ত ৩](https://www.cvoice24.com/media/imgAll/2022September/Coronavirus_H-2211131218.png)
![১১৬ দিন পর করোনায় মৃত্যু দেখলো চট্টগ্রাম, শনাক্ত ৩ ১১৬ দিন পর করোনায় মৃত্যু দেখলো চট্টগ্রাম, শনাক্ত ৩](https://www.cvoice24.com/media/imgAll/2022September/Coronavirus_H-2211131218.png)
চট্টগ্রামে দীর্ঘ তিন মাস ২৪ দিন পর অর্থাৎ ১১৬ দিন পরে করোনায় আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। মারা যাওয়া ব্যক্তি উপজেলার বাসিন্দা। এসময় নতুন করে আক্রান্ত হয়েছে আরও তিনজন।
রবিবার (১৩ নভেম্বর) জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে পাঠানো এক প্রতিবেদনে এসব তথ্য জানা যায়। এর আগে গত ২০ জুলাই করোনায় আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছিল।
এদিকে, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ৬৬ জনের নমুনা পরীক্ষায় তিন জনের করোনা শনাক্ত হয়। যা শতকরা হিসেবে ৪ দশমিক ৫৪ শতাংশ। শনাক্তদের মধ্যে একজন নগরের এবং দুজন উপজেলার বাসিন্দা। তবে এর ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ৮৯ জনের নমুনা পরীক্ষা করা হয়েছিল। যদিও ওই নমুনা পরীক্ষায় কারওই করোনা শনাক্ত হয়নি।
প্রসঙ্গত, চট্টগ্রামে ২০২০ সালের ৩ এপ্রিল প্রথম করোনা রোগী শনাক্ত হয়। একই বছরের ৯ এপ্রিল করোনা আক্রান্ত হয়ে প্রথম মৃত্যু হয়। এছাড়া চট্টগ্রামে এ পর্যন্ত করোনা শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ২৯ হাজার ৪৯২ জনে। মোট মৃত্যু হয়েছে ১ হাজার ৩৬৮ জনের।