আদ্বান অর্চিশ, সীতাকুন্ড বার্তা;
দেশে মৃত্যুর মিছিলে যোগ হচ্ছে একের পর এক লাশ। বিশেষ করে করোনা মূহুর্তে এই কয়েকদিনের মধ্যেই আমরা অনেক গুণীজনকে হারিয়েছি। বিশেষ করে আজও আরেকজন সূর্যসন্তানকে হারালো বাংলাদেশ।
পরিবার সূত্রে জানা যায়, ১ সপ্তাহ ধরে রোগে ভুগে আজ (বুধবার) সকাল ১০.৩০ এ না ফেরার দেশে চলে যান বীর মুক্তিযোদ্ধা হাজী এস এম ফজলে ইউনুস। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর। তিনি মিরেশ্বরাই থানার হাইতকান্দি ইউনিয়নের, দক্ষিণ মুরাদপুর ফকিরবাড়ি নিবাসী। এবং চট্টগ্রাম দেওয়ান হাটের বিশেষ মোটর পার্টস ব্যবসায়ী।
সীতাকুন্ডে ৩৮ জন ( ওলেমা ও স্বেচ্ছাসেবক)- কে প্রস্তুত রাখা হয় করোনার মৃতদেহ দাফনের জন্য। যেকোনো সময় তাদের ডাক আসতে পারে লাশ দাফন করতে। তবে এবার এই জরুরী সেবা ও ওলামা পরিষদের হলো এক ভিন্ন অভিজ্ঞতা।
এ ব্যাপারে করোনা ভাইরাস জরুরী সেবা সীতাকুণ্ড মুখপাত্র জানান, যদিও আমাদের কার্যক্রম সীতাকুণ্ডের জন্য, কিন্তু একজন মুক্তিযোদ্ধার পরিবার যখন আমাদের ডাক দিলেন, আমরা উপজেলার সীমানায় আর আবদ্ধ থাকতে পারিনি। আমাদের উলামা পরিষদের হুজুর আর স্বেচ্ছাসেবকরা মৃতের গোসল, কাফন, জানাযা, দাফন সম্পন্ন করে তবেই বাড়ি ফিরেছেন। জানাযার পূর্বে মিরসরাই ভূমি কর্মকর্তা জনাব মো রাশেদুল হকের নেতৃত্বে রাষ্ট্রীয় সন্মান জানান উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন। এসময় এস আই কামালসহ পুলিশ বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
জরুরী প্রয়োজনে
মাওলানা জসিম উদ্দিন :01818-856-990
মোঃ জিল্লুর রহমান শিবলী:01818-134-278