সীতাকুণ্ড বার্তা
সীতাকুন্ডের যুবাইদিয়া মহিলা ফাজিল মাদ্রাসা থেকে এবার দাখিল সমমানের পরীক্ষায় অংশগ্রহণ করে জিপিএ ৫ অর্জন করেছে আফিয়া সুলতানা ইভা।
জিপিএ ৫ অর্জনকারী আফিয়া সুলতানা ইভা সীতাকুণ্ড শিবপুর মোঃ ইমাম হোসাইন ও নাছিমা আখতারের মেয়ে। ইভা তার ভাল ফলাফলের জন্য আল্লাহর দরবারে শুকরিয়া জানিয়ে বলেন শিক্ষক-শিক্ষিকার আন্তরিক প্রচেষ্ঠায় আমি ভাল ফলাফল অর্জন করতে সক্ষম হয়েছি।
আগামিতে সে কুরআন হাদীসের জ্ঞাণ অর্জন করে এগিয়ে যেতে সকলের নিকট দোয়া কামনা করেছে। সীতাকুণ্ড পৌরসদরস্থ আর্ট পয়েন্ট এর মালিক ইমাম হোসেন তার বড় মেয়ের এ ফলাফলে বেশ খুশি। তিনি শিক্ষক- শিক্ষিকার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।
যুবাইদিয়া মাদ্রাসার সিনিয়র শিক্ষক ও সাংবাদিক জাহাঙ্গীর আলম বিএসসি জানান; প্রতি বছরের ন্যায় এবারও আমাদের মাদ্রাসার ফলাফল অত্যাধিক ভাল হয়েছে। এবার আমাদের মাদ্রাসার পাশের হার ৯৬.১৫% । একজন জিপিএ ৫ পেয়েছে। এছাড়াও এ গ্রেড পেয়েছে ১১জন,এ- পেয়েছে ৪জন, বি পেয়েছে ৯জন। শুধু একজন ছাত্রী অকৃতকার্য হয়েছে।
ভবিষ্যতেও এ অর্জন অব্যাহত থাকবে সকলের দোয়া প্রত্যাশা করছি।